বিজয়া দশমী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত𒅌ে অস্ত্র পূজো করা হয় কোনও দেশকে দাবিয়ে রাখার জন্য় নয়, নিজের দেশকে রক্ষার করার জন্য।
প্রধানমন্ত্রী বলেন, বিজয়া দশমীতে অস্ত্রপুজোর একটা রীতি রয়েছে। আমাদের ভারতের মাটিতে অস্ত্র পুজো করা হয় কোনও দেশকে🅘 দাবিয়ে রাখার জন্য নয়, আমাদের দেশকে রক্ষা করার জন্য। আমাদের শক্তিপুজো শুধু আমাদের জন্য় নয়, গোটা দেশের কল্য়াণের জন্য় করা হয়।
দ্বারকা শ্রীর♓াম লীলা সোসাইটির গ্রাউন্ডে এদিন মোদী বক্তব্য রাখেন। চন্দ্রযান ৩ এর সাফল্যের কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, চন্দ্রযান ৩ এর সফল🧜তার দুমাস পরে এই দশেরা অনুষ্ঠান হচ্ছে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমি সমস্ত দেশবাসীকে নবরাত্রি ও বিজয়া দশমীর শুভেচ্ছা🍨 জানাচ্ছি। এই উৎসব হল অশুভের বিরুদ্ধে শ♈ুভর জয়। চন্দ্র বিজয়ের দুমাস পরে এই বিজয়াদশমীর অনুষ্ঠান। আমরা গীতার কথা জানি। আইএনএস বিক্রান্ত ও তেজস তৈরির বিষয়টিও আমরা জানি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দেশের মানুষ ভগবান রামচন্দ্রের মর্যাদা সম্পর্কে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚভালোই জানেন। কীভাবে এই দেশকে রক্ষা করতে হবে সেটাও জানꦛেন তাঁরা।
তিনি জানিয়েছেন, ভগবান রামচন্দ্রের বিরাট মন্দির তৈরি করা হচ্ছে এটা দেখা আমাদের কাছে ভাগ্য়ের। পরের রামনবম🍌ীতে অযোধ্য়া থেকে যে মন্ত্রোচ্চারণ করা হবে তা গোটা বিশ্বে আনন্দ বয়ে আনবে। আর মাত্র কয়েকমাসের অপেক্ষা। তারপর মন্দিরে বসানো হবে ভগবান রামচন্দ্রকে।
সেই সঙ্গে দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। অশুভর বিরুদ্ধে শুভর জয়ের কথ😼া উল্লেখ ক🀅রেছেন তিনি।