চেন্নাইয়ের হাসপাতালে আপাতত স্থিতিশীল রয়েছেন মুকুল জায়া কৃষ্ণা রায়। চেন্নাইয়ের এমজিএম হেল্থকেয়ারে ফুসফুসের চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তাঁর ফুসফুস প্রতিস্থাপন করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে এয়ার অ্যাম্বুল্যান্সে করে চেন্নাইতে নিয়ে যাওয়া হয় মুকুল রায়ের স্ত্রীকে। ফুসফুসের সমস্য়ায় ভুগছেন তিনি। একেবারে চিকিৎসা সরঞ্জামে সজ্জিত এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে তাঁকে চেন্নাইতে নিয়ে যাওয়া হয়। যে হাসপাতালে তিনি ভর্তি হবেন সেখানকার একজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ একমো সাপোর্টের জন্য একজন বিশেষজ্ঞ ছিলেন সেই অ্যাম্বুল্যান্সে। ওই বিশেষ এয়ার অ্য়াম্বুল্যান্সে ১টি একমো মেশিন, ১টি ভেন্টিলেটর,২টি এমার্জেন্সি ব্যাগ, ১টি কার্ডিয়াক মনিটর, ৩টি ইনফিউশন পাম্প, ৩টি ফ্লো মিটার, ২টি অক্সিজেন সিলিন্ডার ও ১টি স্ট্রেচার ছিল। এভাবে যাবতীয় সাপোর্ট দিয়েই তাঁকে চেন্নাইতে নিয়ে যাওয়া হয়। মূলত তিনি চেন্নাই যাত্রার ধকল নিতে পারবেন কিনা তা নিয়েই সংশয় জোরালো হয়েছিল। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে যাবতীয় ব্যবস্থা নিয়েই তাঁকে চেন্নাই উড়িয়ে নিয়ে যাওয়া হয়। তবে আগেই চেন্নাই চলে গিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। প্রসঙ্গত এর আগে বাইপাসের ধারে বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল।