অস্ত্রোপচারের সময়ে কান্নার জন্য অতিরিক্ত চার্জ করেছে হাসপাতাল। বিলের ছবি 🦂দিয়ে এমনটাই দাবি করলেন এক মার্কিন মহিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিজ নামের ওই টুইটার ব্যবহারকারীর টুইট।
ওই মহিলা জানান, একটি তিল অপসারণের অপারেশন করা হয় তাঁর। এরপর সময় মতো বিল পান তিনি। বিলে বাকি সব ঠিক থাকলে🐽ও একটি বিষয় দেখে ঘাবড়ে যান মিজ। দেখা যায় 'সাময়িক আবেগ' বা 'ব্রিফ ইমোশন' উল্লেখ করে অতিরিক্ত ১১ ডলার যোগ করা হয়েছে বিলে। ভারতীয় মুদ্রায় যা ৮১৫ টাকা। এমন আজব কারণেও টাকা চার্জ করা হতে পারে, তা জানা ছিল না, বলছেন ওই মহিলা।
তাঁর মূল তিল অপারেশনের জন্য ২২৩ ডলার নেওয়া 🅠হয়েছিল। এদিকে কান্নার জন্য অতিরিক্ত ১১ ডলার নেওয়া হয়। এই আজব এবং হাস্যকর কান্ড তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই টুইট:
টুইটারে ভাইরাল হয়েছে এই বিলের ছবি। এটি কোন হাসপাতাল, তা জানা যায়নি। তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অকল্পনীয় মেডিকেল বিলেরඣ একটি নমুনা বলেই মত সিংহভাগ নেটিজেনদের। তবে কান্নার জন্য অতিরিক্ত বিল বোধ হয় এই প্রথম।
রথম।