৮২ বছর বয়সী এক মহিলাকে হাসপাতালে মৃত ঘোষণা করার ৩ ঘণ্টা পর দেখা গিয়েছে তিনি জীবিত। এই ঘটনায় চাঞ꧟্চল্য ছড়িয়েছে এলাকায়। শিউরে ওঠার মতো ঘটনা এটাই যে, তাঁকে যখন শেষকৃত্যের জন্য নিয়ে যাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚওয়া হয়, তখন দেখা যায় তাঁর শ্বাস প্রশ্বাস পড়ছে। চমকে ওঠেন সকলে। নিউ ইয়র্কের পোর্ট জেফারসন এলাকার ‘ওয়াটার্স এজ রিহ্যাব অ্যান্ড নার্সিং সেন্টার’-এ মৃত ঘোষণা হওয়া মহিলাকে ঘিরে এমন কাণ্ডে চাঞ্চল্য তৈরি হয়।
যে মহিলাকে এভাবে মৃত ঘোষণা করা হয়েছে, তাঁর পরিচয় জানানো হয়নি। জানা গিয়েছে, তাঁর বয়স ৮২। জানা গিয়েছে, স্থানীয় সময় বেলা ১১.১৫ মিনিট নাগাদ ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। বেলা ১১ টা নাগাদ যাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, তিনি বেলা ২.০৯ মিনিট নাগাদ নিঃশ্বাস নিচ্ছেন বলে দেখা গিয়েছে। তখনই আশপাশের মানুষ চমকে ওঠেন। এই ঘটনার কথা নিশ্চিত করেছে পুলিশও। কীভাবে এই ঘটনা ঘটে গিয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়াতে একই ধরনের ঘটনা ঘটে গিয়েছে। সেখানে মৃত্যির আগেই এক মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপরই ওই কাউন্টিং কেয়ার প্রতিষ্ঠানকে ১০ হাজার মার্কিন ডলারের জরিমানার নির্দেশ দেয় প্রশাসন। ('আসল ম্যাজিক তো শুরু হয়..', মো💫দীর সঙ্গে আদানির 'সম্পর্ক' নিয়ে রাহুলের জোরালো তোপ)
আইওয়ার ঘটনার শিকার মহিলার বয়স ছিল ৬৬ বছর। জানুয়ারি মাসের ৩ তারিখে, তাঁকে কাউন্টিং কেয়ার প্রতিষ্ঠান মৃত বলে ঘোষণা করে। এরপরও তিনি জীবিত ছিলেন বলে জানা যায়। এলাকার আরবান্দালের ‘গ্লেন ওক অ্যালজাইমার্স স্পেশ্যাল কেয়ার সেন্টার’-এ এই ঘটনা ঘটে যায়। মহিলার দেহ বডি ব্যাগে ভর্তি করে একটি ফিউনেরাল হোম বা অন্ত্যেষ্টি ক্রিয়াস্থলে পাঠানো হয়। সেখানের কর্মীরাই বুঝতে পারেন যে, ব্যাগে যে মহিলার দেহ এসেছে, তিনি জীবিত। জানুয়ারির ৩ তারিখ ‘মৃত’ বলে ঘোষিত মহ💟িলা পরে জীবিত বলে ঘোষিত হন। শেষমেশ ৫ জানুয়ারি তিনি মারা যান বলে খবর।