টাকা, গয়না বা মূল্যবান কোনও জিনিস নয়, একটি দোকানের বাইরে থাকা ফুলের পাত্র চুরি করে পালালো এক মহিলা। তাও আবার একটি বিলাসবহুল গাড়িতে করে এসে এভাবেই ফুলের পত্র চুরি করল চোর। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল নয়ডার সেক্টর ১৮-তে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। যা তুমুল ভাইরাল হতেও শুরু করেছে। এমন চুরির ঘটনায় অনেকেই যেমন হতবাক হয়েছেন তেমনি অনেকেই আবার তীব্র প্রতিক্র🔜িয়া জানিয়েছেন।
আরও পড়ুন: ♚অযোধ্যার রামমন্দির থেকে চুরি 🐷গেল আলো, ভক্তিপথে নামল আঁধার, এফআইআর দায়ের
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে গত ২৫ অক্টোবর রাত ১২ টার দিকে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন মহিলা প্রথমে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি থেকে নামেন। তারপর সোজা দোকানে ঢুকে পড়েন। দোকানের দরজার সামনেই রাখা ফুলের একটি পাত্র উঠিয়ে নেন। ভিডিয়োতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মহিলাটি তার গাড়ি থেকে বেরিয়ে আসছেন, গাড়িতে থাকা অন্য একজনকে কিছু একটা ইশারা করছেন। তবে সেই সময় দোকানের কর্মচারীদের সেদিকে কোনও নজর ছিল না। এরপর সেটি নিয়ে মহিলা গাড়ির কাছে গেলে একজন দর👍জা খুলে দেন। তার গাড়ির কাছে কযಌ়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু মহিলাটি আত্মবিশ্বাসের সঙ্গে কাজটি শেষ করে গাড়িতে ওঠেন এবং তারপর ঘটনাস্থল ছেড়ে চলে যান। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে গাড়িটি অন্য একজন চালাচ্ছিলেন। মহিলা গাড়িতে ওঠার পরেই দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান তিনি।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকের কাছে এই ধরনের ঘটনা হাস্যকর মনে হয়েছে। আবার অনেকে এটিকে ‘আর্ট অফ ফ্লাওয়ার পট থেফ্ট’ বলছেন। তবে নয়ডায় এর ধরনের চুর�𒁏�ির প্রবণতা দেখা যাচ্ছে বলেও আবার অনেকে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল হরিয়ানার গুরুগ্রামে। যেখানে দেখা যায়, একটি বিলাসবহুল গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি সাজানোর জন্য পাত্রে লাগানো ফুটপাতে রাখা একাধিক ফুলের গাছ চুরি করে ফেলেন। সেক্ষেত্রে, একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি ফুটপাতে থাকা ফুল গা🌄ছগুলির কাছে থেমে যায়। এরপর সেই গাড়ি থেকে ২ জন নেমে অবলীলায় ওই ফুটপাথ থেকে ফুল গাছের পাত্রগুলি তুলতে শুরু করে এবং সেগুলি গাড়ির ডিকিতে রাখেন। তারপরেই তাঁরা সেখান থেকে চলে য⛎ান। উত্তরপ্রদেশের আগ্রা থেকেও এমনই ঘটনা সামনে এসেছিল। সেখানেও রাস্তায় সাজানো ৬৬ টি ফুলের পাত্র চুরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।