১ জানুয়ꦺারি মধ্যরাত থেকে বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন ছাড়িয়ে যাবে। বৃহস্পতিবার এমনই জানিয়েছে এইএস সেনসাস বিউরো। ২০২৪ সালে বিশ্ব জুড়ে প্রায় ৮ মিলিয়ন মানুষ বসব🅰াস করবে।
আরও পড়ুন: উৎসবের মরশুমে বাড়তে 💛পারে ডায়াবিটিসಞ! এই নিয়ম মানলেই ঝটপট কমবে ব্লাড সুগার
এই সংখ্যা থেকে ভালো ভাবেই বোঝা যাচ্ছে যে এক বছরে প্রায় ৭৫ মিলিয়নেরও বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে । জনসংখ্যা ঘড়ি বা পুপলেশন🐼 ক্লক অনুযায়ী, প্রতি সেকেন্ডে জনꦡ্মের পরিসংখ্যান ৪.৩ এবং মৃত্যুর পরিসংখ্যান ২।
আরও পড়ুন: চা💟 চাই🐟তে গিয়ে চরম পরিণতি! ধারাল কাঁচি দিয়ে বরের চোখে কোপাল বউ
যদিও জনসংখ্যার হার গত বছরের তুলনায় কিছুটা কমে গিয়েছে। যদিও গত বছরের তুলনায়☂ জনসংখ্যার হার মাত্র ১ শতাংশ কমেছে।
আরও পড়ুন: বছরের প্রথম দিন কীভা🦹বে কাটাবেন? এই টিপসে একবারে বদলে যাবে আপনার নিউ ইয়💫ার
১ জানুয়ারি, ২০২৪ তারি𝓀খে বিশ্বের জনসংখ্যা ৮,০১৯,৮৭৬,১৮৯, যা ২০২৩ সালের নববর্ষের দিন থেকে ৭৫,১৬২,৫৪১ বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যান রীতিমতো চমকে দেওয়ার মতো।
আরও পড়ুন: ডিসেম্বরেও 👍রীতিমতো গরম! কোথায় পালাল হাড় হিম করা শীত? HT বাংলাকে জানালেন পরিবেশবিদ
ফোর্বসের একটি প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের নভেম্বরে, রাষ্ট্রসংঘ অনুমান করে যে বিশ্বের জনসংখ্যা ৭ বিলিয়ন পৌঁছনোর ১১ বছর পরে ৮ বিলিয়নে পৌঁছ♓েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জনসংখ্যা বৃদ্ধির জন্য ‘বৈজ্ঞানিক অগ্রগতি এবং পুষ্টি, জনস্বাস্থ্য এবং স্যানিটেশনের উন্নতি’কে এর প্রধান কারণ বলে ব্যক্ত করেছেন।
আরও পড়ুন: ভ্যাকসিন💞 নিলেই কমবে কোলেস্টেরল! ঝু𒀰ঁকি কমবে হৃদরোগেরও, চমকে দেওয়ার মতো আবিষ্কার
প্রজনন হার হ্রাস এবং জনসং🉐খ্যার বেশিরভাগই তরুণ হওয়ায় সেনসস ব্যুরো অনুমান করে যে বিশ্বব্যাপী ৯ বিলিয়ন জনসংখ্যা অর্জন করতে আরও ১৪ বছরেরওꦬ বেশি সময় লাগবে। ১০ বিলিয়ন মার্কে পৌঁছাতে অতিরিক্ত ১৬.৪ বছর সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে, যার ফলে বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে।
আরও পড়ুন: ব্রণ পালাবে চিরকালের মত🎐ো! মিলবে ঝকঝকে, দাগহ෴ীন ত্বক, কীভাবে? জেনে নিন
কোভিড-১৯ মহামারি জনসংখ্যা বৃদ্ধির উপরও প্রভাব ফেলেছে,𓄧 ২০২১ সালে মানুষের গড় আয়ু ৭১ বছরে নেমে এসেছে এবং বিশ্বের প্রতিটা দেশে কোভিডের কারণে মৃত্যুও হয়েছে প্রচুর ফলে জনসংখ্যাও কমেছে।