‘আইটি সেলের’ বিরুদ্ধে ভুয়ো ছবি ছড়ানোর অভিযোগ তুললেন বজরং পুনিয়া। যাঁরা সেই ভুয়ো ছবি ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন টোকিয়ো অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী। রবিবার সন্ধ্যার দিকে টুইটারে দুটি পোস্ট করে তিনি লেখেন, ‘আইটি সেলের (কোন আইটি সেল তা অবশ্য জানাননি) লোকজন এই ভুয়ো ছবি ছড়াচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে যিনি এই ভুয়ো ছবি পোস্ট করবেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।’ বজরং যে দুটি ছবি পোস্ট করেছেন, তার মধ্যে প্রথম ছবির লাল হরফে ‘FAKE’ বা ভুয়ো লেখা আছে। 🌼ওই ছবিতে দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার পর ভিনেশ এবং সংগীত ফোগাটের মুখে হাসি দেখা গিয়েছে। অপর ছবিতে দেখা গিয়েছে, পুলিশের বাসে দুই কুস্ꦿতিগির বসে আছেন। তাঁদের মুখে হাসির লেশমাত্র নেই। সেটাই আসল ছবি বলে দাবি করেছেন বজরং।
কেন ভিনেশদের আটক করা হয়েছিল?
রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশের নয়া সংসদ ভবনের উদ্বোধন করছিলেন, সেইসময় মিছিল করে সেখানে যাওয়ার পরিকলꦛ্পনা ছিল কুস্তিগিরদের। যাঁরা দীর্ঘদিন ধরে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা এবং তাঁদের ভয় দেখানোর অভিযোগ তোলা হয়েছে) গ্রেফতারির দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন। সেইসঙ্গ📖ে নয়া সংসদ ভবনের সামনে মহিলাদের মহা পঞ্চায়েতেরও পরিকল্পনা ছিল কুস্তিগিরদের।
কিন্তু শুরুতেই মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ। টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় ভিনেশ, অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী মালিকদের। তাঁদের আটক করা হয়। যেভাবে তাঁদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে থাকা দিল্লি পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেন পশ্চিমবঙ্গের মুখ্🐈যমন্ত্রী মমত🎉া বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতারা। পুলিশের ভূমিকায় সরব হন টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ চোপড়া, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও।
যদিও 🍷দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন-শৃঙ🌠্খলা) দীপেন্দ্র পাঠক দাবি করেন, পুলিশের নির্দেশ উপেক্ষা করেই কুস্তিগিররা মিছিল শুরু করেন এবং পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। তিনি বলেন, ‘আজ (রবিবার) দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। কারণ নয়া সংসদ ভবন উদ্বোধন হয়েছে। (সেই পরিস্থিতিতে) বিক্ষোভস্থল থেকে কোনও মিছিল না করার জন্য বারবার বলা হলেও তাঁরা সেটাই করতে থাকেন।’ সেইসঙ্গে তিনি দাবি করেন, কুস্তিগিরদের আচরণ চূড়ান্ত দায়ত্বজ্ঞানহীন ছিল।
(এই খবরটি আপ﷽নি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক