গাজিয়াবাদ জেলার মোদী নগরের আদর্শ নগর কলোনির একটি মসজিদে একটি হুমকি চি🐲ঠি এসেছে বলে খবর। আর সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে মসজিদ থেকে যদি মাইক খুলে ফেলা না হয় তবে মৃতদেহ গুনতে হবে। এই চিঠি পাওয়ার পরেই মুরাদ নগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে অভিযোগ পাওয়ার পরেই মসজಞিদকে ঘিরে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। খবর লাইভ হিন্দুস্তান সূত্রে খবর।
সুনহারি মসজিদ। এটা মোদী নগরের আদর্শ নগর কলোনি এলাকায় অবস্থিত। শনিবার সকালেও সেই মসজিদে প্রার্থনা জানাতে যান মুসলিম সম🌊্প্রদায়ের মানুষ। এসবের মধ্যেই একটি হুমকি চিঠি মেলে মসজিদ চত্বরে। আর সেই চিঠিতেই লেখা ছিল যদি মসজিদ থেকে মাইক খুলে ফেলা না হয় তবে এবার মৃতদেহ গুনতে হবে।
এদিকে এই চিঠি পাওয়ার পর থেকেই এলাকায় শোরগোল পড়ে যায়। এরপরই মুরাদনগর থানায় গোটা বিষয়টি জানানো হꦗয়। এরপরই বিরাট পুলিশ বাহিনী এলাকায় যায়। পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় যে সিসি ক্যামেরাগুলি রয়েছে তার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কেউ চিঠি ফেলে যাচ্ছে কি না সেটা দেখা হচ্ছে। এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। কেউ নেহাত ভয় পাওয়ানোর জন্য এই কাজ করেছে কি না সেটা দেখা হচ্ছে।
কী লেখা ছিল সেই চিঠিতে?
সেই চিঠিতে লেখা ছিল, মুসলিমরা আমাদের কথা মন দিয়ে শোন। যদি মসজিদের স্পিকার থেকে কোথাও কোনও আওয়াজ বের হয় তবে মৃতদেহ গোনার জন্য তৈরি থাকো। মুরাদনগরের সমস্ত মসজিদের স্পিকার খুলে ফেলতে হবে। না হলে বিরাট ফল ভুগতে হবে। এদিকে সেই চিঠির নীচে লেখা ছিল সনাতনী।
কিন্তু সনাতনী নাম দিয়ে এই চিঠি কে লিখল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। তবে সামগ্রিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। তবে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছ🍌ে। কেন মসজিদ থেকে মাইক খুলে ফেলার জন্য বলা হচ্ছে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। তবে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয় তার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা করেছে। বিরাট পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে।