পাকিস্তানের করাচি⭕তে দায়রা বিচারকের ছেলেকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তথ্য অনুযায়ী, তাঁর এক বন্ধু নিজের বান্ধবীর জন্য বার্গার অর্ডার করেছিল। তবে সেই বার্গারের একটুকরো খেয়ে ফেলেছিলেন তিনি। তা নিয়ে বচসার জেরে তাঁর বন্ধু তাঁকে গুলি করে। এই ঘটনায় তদন্ত শেষ করে পুলিশ একটি রিপোর্ট দাখিল করেছে। তওাতেই এমন তথ্য উল্লেখ করা হয়েছে। রিপোর্ট প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে করাচিতে।
আরও পড়ুনঃ দিল্লির রাস্তায় একের পর꧙ এক চলল গুলি, পুলিশের ASI-কে খুন করে আত্মঘাতী বন্দুকধারী
পাক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী🐷, ঘটনাটি ঘটেছিল গত ৮ ফেব্রুয়ারি করাচির ডিফেন্স ফেজ ৫ এলাকায়। নিহত যুবকের নাম আলি কিরিও। তিনি এক দায়রা বিচারকের ছেলে। অভিযুক্ত যুবকের নাম দানিয়াল। সে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) নাজির আহমেদ মীরবা🍌হারের ছেলে। তদন্তে পুলিশ জানতে পারে, বান্ধবীর বার্গার খাওয়া নিয়ে বন্ধুর সঙ্গে তাঁর বচসা বাঁধে। তারপরেই এমন কাণ্ড।
প্রতিবেদন অনুযায়ী, দানিয়াল তার বান্ধবী শাজিয়াকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিꦜল। সেই সময় তার বন্ধু আলি কিরিও এবং তার ভাই আহমারও তার বাড়িতে উপস্থিত ছিলেন। তবে অভিযুক্ত নিজের জন্য এবং শাজিয়ার জন্য দুটি বার্গার অর্ডার করেছিল। বার্গার দেখতে পেয়ে সেটির একটি অংশ খেয়ে ফেলেছিলেন কিরিও। তা রীতিমতো ক্ষেপে উঠছিল দানিয়াল। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা বাঁধে। ক্রমেই তাদের মধ্যে বচসা তীব্র আকার নেয়।