চিনের একাধিক শহরে হু হু করে বেড়ে যাচ্ছে করোনার প্রকোপ। এদিকে, দেশে 'জিরো কোভিড' নীতিতে বদ্ধপর♑িকর চিন। এদিকে এমন অবস্থায় সেদেশে সামনেই রয়েছে বিশতম কমিউনিস্ট পার্টি অফ চায়না কংগ্রেস। যা দশকে ২ বার আয়োজিত হয়। এই এত বড় রাজনৈতিক সমাবেশ ঘিরে সেদেশে রীতি মতো সাজো সাজো রব। তবে তাতে কোনও মতেই যে কোভিড বিধি শিথিল হচ্ছে, তা নয়!
চিনের স্বাস্থ্যমন্ত্রী মা শিয়াওয়েই ডাক দিয়েছেন কোভিডের আরও কড়া বিধির জন্য। সকলের কাছে তাঁর আবেদন কোভিড ঘিরে যেন কড়া বিধি তাঁরা পালন করেন। উল্লেখ্য, বিশতম পার্টি কংগ্রেসে ফের একবার চিনের প্রেসিডেন্ট পদে শি জিনপিংয়ের ফ𒁏েরার সম্ভাবনা যেমন উজ্জ্বল, তেমনই কমিউনিস্ট পার্টির উচ্চ নেতৃত্বে বদলের সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। এই বড়সড় রাজনৈতিক সমাবেশ ২০২২ সালের দ্বিতীয় পর্বে হতে পারে বলে মনে করা হচ্ছে। এই অনুষ্ঠান চলা পর্যন্ত কোভিড ঘিরে আন্তর্জাতিক সীমা চিন বন্ধ রাখবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র হাতে গোনা কয়েকটি বিমানই ভিন দেশ থেকে সেদেশে যাবে। এছাড়াও কোভিড ক্লাস্টারকে সামাল দিতে, সকলের টেস্টিং ও লকডাউনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ বিধি জারি থাকবে বলে মনে করা হচ্ছে।
চিনের স্বাস্থ্যমন্ত্রী মা শিয়াওয়েই জানিয়েছেন, চিনের কোভিড পরিস্থিতি সামাল দিতে, খানিকটা দাবার মতো করে খেলতে হবে। তিনি বলেন, একদিকে রোগ প্রতিরোধ করতে হবে, অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।ꦦ এদিকে, কোভিডের বাড়বাড়ন্তের জেরে বেজিংয়ের করোনা নীতি প্রশ্নের মুখে পড়েছে। চিনের 'স্টাডি টাইমস'এ একটি আর্টিক্যাল লেখেন চ﷽িনের স্বাস্থ্যমন্ত্রী মা শিয়াওয়েই। সেখানেই তিনি লেখেন, কোভিডকে সঙ্গে নিয়েই চলতে হবে সকলকে। 'ওমিক্রন মিউট্যান্ট স্ট্রেন অত্যন্ত সংক্রামক এবং অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক সংক্রামিতকে সামনে আনতে পারে, যা মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য সংস্থানগুলির চাহিদা দ্রুত বৃদ্ধির সূত্রপাত করে।'