Zomato ডেলিভারি ম্যꦉানকে মোটরসাইকেল কিনতে সাহায্য নেটিজেনদের। অত্যাধিক গরমে যাতে ওই কর্মী স🌌হজে ডেলিভারি করতে পারেন, তাঁর জন্য সেই ব্যবস্থা। ক্রাউড ফান্ডিংয়ে, মাত্র ৪ ঘণ্টায় উঠল ৭৫ হাজার টাকা।
ঘটনাটি কী?
রাজস্থানের বাসিন্দা আদিত্য শর্মা নামের এক Zomato গ্রাহকের এক অর্ডার থেকে এর সূত্রপাত। ডেলিভারি নেওয়ার সময় তিনি বেশ আবেগতাড়িত হয়ে যান। দেখেন তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। সেই গরমেও, পুরনো একটি সাইকেল চালিয়ে ডেলিভারি দিতে এসেছেন এক ব্যক্তি। আরও পড়ুন: চাকরি করতেন TCS-এ, তারপর Zomato-য় ফুড💞 ডেল♌িভারি এজেন্টের কাজ IT ইঞ্জিনিযারের
শুধু তাই নয়। তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন আদিত্য। তারপরেই সেই জোমাটো এক্সিকিউটিভের কষ্টের কাহিনী উঠে আসে।ℱ টুইটারে সেই কষ্টের কাহিনী শেয়ার করেন তিনি।
আদিত্য লেখেন, 'ওঁর নাম দুর্গা মীনা, বয়স ৩১ বছর। গত ৪ মাস ধরে ডেলিভারি করছেন। মাসে প্রায় ১০ হাজার টাকা উপার্জন করেন। দুর্গা একজন শিক্ষক। গত ১২ বছর ধরে শিক্ষকতা করছেন। কোভিডের সময়, তিনি একটি স্কুলে শিক্ষ🗹কতার চাকরি হারান। আমার সঙ্গে ইংরাজিতে কথা বলছিলেন তিনি।'