বিশ্বের প্রথম সূচ বিহীন কোভিড রোধক টিকা ভারত সরকারকে পাঠাতে শুরু করে দিয়েছে জাইডাস ক্যাডিলা। জাইকোভ-ডি (ZyCoV-D) নামক এই টিকা ইতিমধ্যেই দেওয়াও শুরু হয়ে গিয়েছে। বিহারের রাজধানী পটনায় এই টিকার প্রয়োগ🍌 শুরু হয়েছ গতকাল থেকেই। গত ২ ফেব্রুয়ারি ভারত সরকারের কাছে তাদের তৈরি সূচ বিহীন কোভিড রোধক ভ্যাকসিন সরবরাহ শুরু করে জাইডাস। আর শনিবার থেকে পটনায় এই টিকা দেওয়া শুরু হয়ে গেল। পটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্স, পলিটেকনিক কলেজ, গুরুনানক ভবনে এই টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। একটি জেট🌸 অ্যাপলিকেটর দিয়ে শরীরে প্রবেশ করানো হয় এই টিকাকে।
সূচ বিহীন এই ভ্যাকসিনটি আহমেদাবাদের জাইডাস ভ্যাকসিন টেকনোলজি এক্সেলেন্স সেন্টারে তৈরি করা হচ্ছে। জাইকোভ-ডি বিশ্বের প্রথম ডিএনএ-ভিত্তিক এবং সূচ বিহীন কোভিড টিকা। ১২ বছর বা তার বেশি বয়সীদের জরুরী ব্যবহারের জন্য এই টিকা ভারতে অনুমোদিত হয়েছে। তবে আপাতত এই টিকা শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদেরই দেওয়া হচ্ছে। এই টিকাটি প্রাপ্কের ডিএনএ-তে প্লাজমিডের হিসেবে প্রবেশ করানো হয়। এভাবেই টিকা প্রাপকের দেহে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এই টিকা। সরকার গত বছর জাতীয় কোভিড ইমিউনাইজেশন প্🗹রোগ্রামের অধীনে ১০ মিলিয়ন ভ্যাকসিন ডোজ সরবরাহের জন্য কোম্পানির কাছে অর্ডার করেছিল।
এই টিকার তিনটি ডোজ দেওয়া হবে। তিনটি ডোজের ব্যবধান এক নয়। প্রথম ডোজের ২৮ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। তৃতীয় ডোজ মিলবে ৫৬ দিনের মাথায়। এদিকে জানা গিয়েছে, জাইডাস ক্যাডিলা খোলা বাজারেও এই ভ্যাকসিন উপলব্ধ করানোর পরিকল্পনা করছে। ট্যাক্স নিয়ে এক একটি ডোজের দাম পড়বে ৩৫৮ টাকা🍌। ডোজের সঙ্গে টিকা দেওয়ার যন্ত্রটিরও দাম ধরা হয়েছে।