পুরো টুর্নামেন্টেই বুমরাহ সবচেয়ে মিতব্যয়ী (ন্যূনতম সুপার এইটে ওঠা দলগুলোর মধ্যে) বোলিং করেছেন। এবারের বিশ্বকাপে ৮ ইনিংসে ১৫ উইকেট তুলে নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার হয়েছেন। তাঁর সামনে রয়েছেন- ফারুকি এবং আর্শদীপ । তাঁরা দু'জনেই ১৭টি করে উইকেট তুলে নিয়েছেন। তবে বুমরাহ এগিয়ে অন্যত্র।