আইসিসি মহিলা টিꦦ২০ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল ইংল্যান্ড ক্রিকেট দল। তাঁরা হারাল দঃ আফ্রিকা মহিলা দলকে। তবে সহজে তাঁরা জিততে পারলেন না। সহজ ম্যাচেও তাঁরা শেষ ওভারে গিয়ে ম্যাচ জিতলেন। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত ড্যানি ওয়াট, অ্যালিস কেপসিরা নিজেদের গ্রুপে পয়েন্ট তালিকায় সবার ওপরেই রইল।
আরও পড়ুন-ইরানি কাপে জেনে বু﷽ঝে স্লো ওভার রেট! IPL-এ ধোনির দলের অধিনায়ককেই নিশানা🌼 রাহানের!
ইংল্যান্ড বোলাররাই স্বস্তি দিলেন দলকে…
টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জিতেছিল ইংল্য়ান্ড। সেই ম্যাচেও বোলারারই দলকে বাঁচিয়ে ছিলেন। সাউথ আফ্রিকার বিরুদ্ধেও ইংল্যান্ডকে জেতালেন সেই বোলাররাই। ব্যাটাররা কিন্তু সেরকম নজর কাড়তে পারলেন না। তবু দল দ্বিতীয় জয় পাওয়ায়, টি২০ বিশ𝐆্বকাপের সেমিফাইনালের পথে স্বস্তিদায়ক জায়গাতেই রইল ইংল্যান্ড দল।
প্রথমে ব্যাট দঃ আফ্রিকার
প্রথমে ব্যাট করে দঃ আফ্রিকা দল নির্ধারিত ২০ ওভারে ৬ উই🍸কেটে ১২৪ রান করে। ইংল্যান্ডের বোলার সোফি একলিস্টন নেন দুই উইকেট। তিনিই শেষ পর্যন্ত ম্যাচে সেরা হন। তবে শাহজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বাকি বোলাররাও ভালোই বোলিং করলেন। দঃ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট ৩৯ বলে ৪২ রান করেন। শেষদিকে ১৭ বলে ২৬ রান করেন মারিজান কাপ। অ্যানেরি ডেরেকসন ১১ বলে করেন ২০ রান। সেই সুবাদেই লড়াই দেওয়ার মতো স্কোরে পৌঁছায় সাউথ আফ্রিকা।
১৯.২ ওভারে ম্যাচ জিতল ইংল্যান্ড…
জবাবে ব্যাট করতে নেমে ১২৫ রান তুলতেও ইংল্যান্ড দল নিল ১৯.২ ওভার। ৩ উইকেট🔯 হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তু🐓লল ইংরেজরা। ৪৩ বলে ৪৩ রান করেন ড্যানি ওয়াট। ১৬ বলে ১৯ রান করেন অ্যালিস ক্যাপসি। ৩৬ বলে ৪৮ রান করেন নাট স্কিভিয়ার ব্রান্ট। ৪ বল বাকি থাকতেই জয় তুলে নেওয়ায় এবং টানা ২ ম্যাচ জেতায় নেট রানরেট ভালোই থাকল ইংল্যান্ডের।
আরও পড়ুন-শ্রীলঙ্কা ম্যাচের আগে বড় ধাক্কা! বিশ্বকাপে ꧃মঞ্চে ICC-র শাস্তি ভারতীয় তারকাকে…
ইংরেজদের পরের ম্যাচ স্কটল্যান্ডের বিরুদ্ধে আগামী রবিবার ১৩ অক্টোবর। এরপর গ্রুপ স্টেজে তাঁদের শেষ ম্যাচ মঙ্গলবার ১৫ই অকꦆ্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই গ্রুপে ইংল্যান্ড ভালো জায়গায় থাকলেও তারা যদি পরের দুই ম্যাচে হেরে যায়, তাহলে তাঁরাও বিদায় নিতে পারে। কারণ ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ দলেরও বর্তমান পয়েন্ট ২। ফলে তাঁরা বাকি দুটি করে ম্যাচ জিতলে খেলা জমে যাবে। অথবা নেট রান রেটেও তখন সেমির দুই দল নির্ধারিত হতে পারে।