বিশ্ব উষ্ণায়নের জেরে গোটা বিশ্বেই হাহাকার। এর জেরে সমুদ্রের জলস্তর বাড়ছে। জলের তলায় চলে যাচ্ছে বহু জায়গা, দ্বীপ। মুম্বই, জাকার্তা, কলকাতা, ঢাকার মতো শহরগুলি ডুবে যেতে পারে আর কয়েক দশকে। এই আবহে ক্রমেই ঋতুর হেরফের দেখা যাচ্ছে বিশ্বে। এবছরই যেমন শীতকাল জুড়ে বাংলা দেখল দফায় দফায় বৃষ্টিপাত। এই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে বিশ্বের দুই মেরুতে। দুই মেরুতেই অস্বাভাবিক গরম পড়ছে।