WB Monsoon Rain Forecast till 26th August: বুধে ভারী বৃষ্টি ৮ জেলায়, হবে পরদিনও, জন্মাষ্টমীতে কেমন থাকবে বাংলার আবহাওয়া? Updated: 21 Aug 2024, 02:54 AM IST Ayan Das বুধবার পশ্চিমবঙ্গের আটটি জেলায় ভারী বৃষ্টি হবে। একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরদিনও ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে। জন্মাষ্টমীতেও (২৬ অগস্ট) কি পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে? আগামী সোমবার পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে? তা দেখে নিন।