Israel Hamas War: ৫০ পণবন্দির মুক্তির বদলে সংঘর্ষ বিরতিতে সায় নেতানিয়াহুর মন্ত্রিসভার, কোনপথে ইজরায়েল-হামাস যুদ্ধ?
Updated: 22 Nov 2023, 08:08 AM ISTজানা যাচ্ছে, হামাসের হাতে অপহৃত ৫০ জীবিত ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। বিশেষত, মহিলা ও শিশুদের যাতে তালিকায় আগে রাখা হয়, তার জন্য বলা হয়েছে।
সংঘাতের আবহ গত ৭ অক্টোবর থেকে। হামাসের হাতে অপহৃতদের উদ্ধারে হামাসকে পাল্টা হামলায় নাম ইজরায়েল। জ্বল🎃ে গাজা। এরপরই ইজরায়েলের মন্ত্রিসভা নিয়েছে বড় সিদ্ধান্ত। জানা গিয়েছে, ৫০ জন পণবন্দির মুক্তির বদলে এবার ইজরায়েল সংঘর্ষ বিরতিতে সায় দিয়েছে। বুধবার ইজরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। ফলে নেতানিয়াহু শাসিত ইজরায়েল এই ৫০ পণবন্দির মুক্তিতে নিয়েছে সংঘর্ষ বিরতির পথ। AB🐲IR SULTAN POOL/Pool via REUTERS/File Photo
(via REUTERS) পরবর্তী ফটো গ্যালারি