Jagdeep Dhankhar lesser known facts: উপরাষ্ট্রপতি পদের দৌড়ে বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়! তাঁর জীবনের কিছু দিক একনজরে Updated: 16 Jul 2022, 08:45 PM IST Sritama Mitra রাজস্থানের ছোট্টগ্রাম কিথানা। সেখানেই জন্মেছিলেন জগদীপ ধনখড়। ১৯৫১ সালের ১৮ মে তাঁর জন্ম। এরপর চিতোড়গড়ের সৈনিক স্কুল থেকে পঠনপাঠন শুরু। তবে প্রাথমিক শিক্ষা কাথানার মতো ছোট্ট গ্রামের স্কুলেই।