বিগত বহুদিন ধরেই টমেটোর দামে পকেট ফুটো হচ্ছে মধ্যবিত্তের। আর এই আবহে পেঁয়াদের মূল্যবদ্ধির আশঙ্কা করা হচ্ছে। যার জেরে মাথায় হাত পড়েছে আম জনতার। উল্লেখ্য, প্রতি বছরই বর্ষার মাঝামাঝি সময় থেকে পেঁয়াজের আকাল দেখা দেয় দেশে। তখন দাম বাড়ে। এই আবহে চলতি অগস্টে দেশে পেঁয়াজের দাম বাড়তে পারে বলে আশঙ্কা।