বিজে📖পির সঙ্গে আনুষ্ঠানিকভাবে হাত মেলালেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি জানালেন🐎, আসন্ন বিধানসভা নির্বাচন বিজেপির সঙ্গে জোট করে লড়াই করবে পঞ্জাব লোক কংগ্রেস। যে নির্বাচনে জয়ের বিষয়ে ১০১ শতাংশ নিশ্চিত বলে জানিয়েছেন অমরিন্দর। তবে কোন দল কতগুলি আসনে লড়াই করবে, তা এখনও ঠিক হয়নি।
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী তথা পঞ্জাব বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে দেখা করেন অমরিন্দর। সাক্ষাতের পর গজেন্দ্র বলেন, 'সাত দফার বৈঠকের পর আজ আমি ঘোষণা করছি যে আগামী পঞ্জাব বিধানসভা নির্বাচনের একসঙ্গে লড়াই করবে বিজেপি এবং পঞ্জাব লোক কংগ্রেস। আসন বণ্টনের 🎃মতো বিষয় নিয়ে পরে আলোচনা করা হবে।' কেন্দ্রীয় মন্ত্রীর থেকে একধাপ এগিয়ে রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে অমরিন্দর বলেন, ‘আমরা তৈরি এবং আমরা এই নির্বাচনে জিততে চলেছি। আসন বণ্টনের বিষয়টি প্রতিটি আসনের ভিত্তিতে নির্ধারিত হবে। সেক্ষেত্রে কোন দলের জয়ের সম্ভাবনা, তাতে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা ১০১ শতাংশ নিশ্চিত🐓 যে নির্বাচনে আমরা জিতব।’