রাহুল ওই সাক্ষাৎকারে বলছেন, তাঁর তেলাঙ্গানায় গিয়ে খেতে সমস্যা হয়েছে। তিনি মজার ছলেই বলছেন, ‘আমার খেতে কষ্ট হয়েছে, আমি লঙ্কা খাইনা।’ তিনি বলেন, ‘তেলাঙ্গানার খাবার আমার জন্য একটু বেশি মশলাদার।’ এছাড়াও তিনি বলছেন, রাতে কন্টিনেন্টাল খাওয়া তাঁর চলে তবে মধ্যাহ্নভোজে তিনি পছন্দ করেন দেশী রান্নাবান্না।