আম জনতার টাকা সুরক্ষিত রাখতে এবং অনলাইন জালিয়াতি রুখতে গতবছরই টোকেনাইজেশন পদ্ধতি চালু করেছিল আরবিআই। এর ফলে ইকমার্স সাইট বা কোও পোর্টালে নিয়মিত লেনদেনের জন্য কার্ডের তথ্য দিতে হয় না আর। বদলে একটি টোকেন জেনারেট করেই সে কাজ করা যায়। আর এবার ব্যাঙ্কের মাধ্যমেই এই টোকেন জেনারেট করা যাবে।