‘হার্দিকের পরিবর্তে ওকে অধিনায়ক করায় অবাক হয়েছিলাম’! সূর্যর T20 অধিনায়ক হওয়ায় বিস্ফোরক প্রাক্তন ব্যাটিং কোচ
Updated: 30 Jan 2025, 10:00 PM ISTভারতীয় দলের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে অধিকাংশ সময়ই হার্দিকের নেতৃত্বে খেলতেন, যখন রোহিত টেস্ট এবং ওডিআই খেলতে ব্যস্ত থাকতেন। ওডিআই বিশ্বকাপেও রোহিতের ডেপুটি ছিলেন হার্দিক। আসল সময়ই তাঁকে কাঁচি করে দেওয়া হয় অধিনায়কের দৌড় থেকে,যা বিশ্বাসই করতে পারছিলেন না সঞ্জয় বাঙ্গার
পরবর্তী ফটো গ্যালারি