WB Heavy Rain and Thunder Alert till 30th August: দক্ষিণবঙ্গে বাড়বে ভারী বৃষ্টি, হবে বজ্রপাত, জেলায় জেলায় জারি সতর্কতা Updated: 23 Aug 2024, 10:24 AM IST Abhijit Chowdhury মৌসুমী অক্ষরেখা, নিম্নচাপ মিলিয়ে রাজ্যজুড়ে বৃষ্টি পরিস্থিতি বজায় থাকবে আজও। এই আবহে আজ বহু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগমী দুই দিনও সেই ভারী বৃষ্টি জারি থাকতে পারে। এদিকে রাজ্যের বহু জায়গায় বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।