খুনের মামলায় অভিযুক্ত সুুশীল কুমারেই এখনও মুগ্ধ বজরং পুনিয়া। তাঁকেই সেরা কুস্তিগীর বলে মনেꦦ করেন বজরং। শু🉐ক্রবার এক সংবর্ধনা সভায় গিয়ে সুশীলের কুমারের প্রশংসায় ভাসলেন বজরং।
টꦛোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর বলেছেন, ‘সুশীল কুমারের তুলনায় ভাল কুস্তিগীর ভারতে আর দ্বিতীয় কেউ নেই। তিনিই সেরা। ২০০৮ সালে সুশীল অলিম্পিক্সে পদক জেতার পর ভারতীয় কুস্তি যেন আলোকিত হয়ে গিয়েছিল। আর সে বার ৫৬ বছরের খরা কাটিয়ে ভারতকে পদক এনে দিয়েছিলেন সুশীল।’
এই মুহূর্তে অলিম্পিক্সে দু'বারের পদকজয়ী সুশীল কুমার তিহাড় জেলে বন্দি রয়েছেন। জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন সাগর রানা ধনকড় হত্যা মামালায় মূল অভিযুক্ত সুশীল কুমারই। সাগর ছাড়াও তাঁর আরও দুই বন্ধু সোনু ও অ🌳মিত কুমারকেও মারাধর করার অভিযোগ রয়েছে সুশীলের বিরুদ্ধে। প্রসঙ্গত সুশীলের মার খেয়েই মারা যান সাগর।
সাগর মারা যাওয়ার পর থেকেই আত্মগোপন করেছিলেন ৩৭ বছরের কুস্তিগীর। তবে শেষ পর্যন্ত দিল্লি পুলিশের জা🔴লে ধরা পড়েন দু'বারের অলিম্পিক্সে পদকজয়ী সুশীল। পুলিশের জেরায় সুশীল জানিয়েছিলেন, ছত্রসাল স্টেডিয়ামের ২৩ বছরের কুস্তিগীর সাগরকে তিনি শুধু ভয় দেখাতেই চেয়েছিলেন। মে♛রে ফেলতে চাননি। তদন্তে নেমে পুলিশ সুশীলের বিরুদ্ধে নানা কুকর্মের প্রমাণ পেয়েছেন। এমন কী অন্ধকার জগতের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।