অস্ট্রেলিয়ার মাটিতে বিরল সম্মানে ভূষিত হতে চলেছেন সার্বিয়ান টেনিস❀ তারকা তথা বিশ্বের সব থেকে বেশি গ্র্যান্ডস্লামের মালিক নোভাক জকোভিচ। মেলবোর্ন পার্কে ব♛সতে চলেছে সার্বিয়ান তারকা মূর্তি। অস্ট্রেলিয়ান ওপেনের প্রধান ক্রেগ টিলে ইতিমধ্যেই মূর্তি বসানোর বিষয়ে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। অবশ্য কদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে চোটের জন্য জোকার সরে দাঁড়ানোয় তাঁকে বুইং করেছিল অজি দর্শকরা।
মেলবোর্নে পার্কে জকোভিচের মূর্তি বসানোর পর আগামী দিনে সেরেনা উইলিয়ামস, রজার ফেডেরারের মতো তারকাদের মূর্তিও বসানোর ইচ্ছা কয়েছে তাঁদের। টেনিসের আকর্ষণ বাড়াতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ক্রেগ টিলে বলছেন, ‘প্রত্যেক বছরই অস্ট্রেলিয়ানদের মূর্তি বসে এখানে। টেনিসকে মাথায় রেখেই এখানে মূর্তি বসানোর চিন্তাভাবনা করছি, কারণ এখᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারকারা খেলতে আসেন। জোকারকে দিয়ে শুরু করব, তবে এই তালিকা দীর্ঘ। সেরেনা, ফেডারার, আরও অনেকে আছেন ’।
ক্রেগ জানাচ্ছেন মূর্তির বসানোর জন্য প্রথম জন হিসেবে নোভাক জকোভিচই সেরা বাছাই। কারণ অস্ট্রেলিয়ান ওপেন শুধু ১০বার চ্যাম্পিয়ন হয়েছেন জোকার তাই নয়, এছাড়াও মোট ৯৯টি ম্যাচে তিনি এই গ্র্যান্ডস্লামে জিতেছেন, যাও একটা রেকর্ড। তাঁর আশা এখনও জোকারের মধ্যে যে পরিমাণ খেলা বাকি রয়েছে, তাতে তিনিꦡ আরও একবার অস্ট্রেলিয়ান ওপেন জিততেই পারেন।
মেলবোর্নে অন্যান্য বছর জকোভিচ যে ছন্দে থাকেন সাম্প্রতিক সময়ে তাঁকে দেখা যায়নি সেভাবে। ২০২২ সালেꦯ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে সেদেশে খেলতে আসলেও কোভিড ভ্যাকসিন না থাকায় তাঁকে খেলতে দেওয়া হয়নি। এরপর জোকার দাবি করেছিলেন ২০২২ সালে তাঁর খাদ্যে বিষক্রিয়া ঘটানো হয়েছিল। এরপরই অস্ট্রেলয়িান সমর্থকরা বেজায় ক্ষুব্ধ হন ২৪টি গ্র্যান্ডস্লামের মালিকের ওপর। সম্প্রতি এক অজি সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করে জকোভিচ ম্যাচ শেষে সাক্ষাৎকার বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
মূর্তি বসানোর ক্ষেত্রে অবশ্য অস্ট্রেলিয়ার রাজ্য সরকারের ছাড়পত্র লাগবে, এছাড়াও অলিম্পিক পার্ক ট্রাস্টের ছাড়পত্র 𝓡লাগবে। যদিও এই ঘোষণায় কোন কোনও অস্ট্রেলিয়ান টেনিস ভক্ত খুশি হলেও অসন্তুষ্টের সংখ্যাও কম নয়। এক এক্স ইউজার লেখেন, ‘ কোনও দরকারই ছিল না এসবের’। আরে ইউজার লেখে, ‘এমন একটা দেশে ওর মূর্তি বসবে যেখানে ওকে কেউ পছন্দ করে না ’। আরেক নেটিজেন অবশ্য 🍎পাশে দাঁড়িয়ে বলছেন, ‘খুব ভালো সিদ্ধান্ত। কেউ পছন্দ করুন বা না করুন, তাঁর টেনিসে অবদান অনস্বীকার্য। এছাড়া ১০বার চ্যাম্পিয়ন হওয়া মুখের কথা নয় ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।