বেশ কিছুদিন ধরেই লিভার ক্যান্সারে ভুগছেন ১৯৯৮ ব্যাঙ্কক এশিয়ান গেমসে সোনা জয়ী বক্সার ডিঙ্কো সিং। লকডাউনের মাঝে দিল্লিতে কেমোথেরাপির জন🐓্য গিয়েছিলেন তিনি। চিকিৎসার পর রাজধানী থেকে সড়কপথে নিজের রাজ্যে ফেরার সময় আক্রান্ত হন করোনা ভ💧াইরাসে।
একে তো ক্যান্সারের সঙ্গে লড়াই, তার উপর করোনা ভাইরাসের থাবা। বক্সিংয়ের রিংয়ে একের পর এক প্রতিদ্বন্দ্বীকে নকআউট করার ঢংয়েই জীব🐲ন যুদ্ধে লড়ে যাচ্ছেন ডিঙ্কো সিং। আপাতত ক্যান্সারের বিরুদ্ধে লড়াই জারি রয়েছে। তবে হারিয়ে দিলেন Covid-19'কে।
দীর্ঘ এক মাস করোনা আক্রান্ত থাকার পর অবশেষে ডিঙ্কো🌠র রিপোর্ট নেগেটিভ বলে জানিয়ে দেন ডাক্তাররা। প্রাক্তন বক্সারের করোনা জয়ের খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।
তিনি টুইট করেন, ‘এটা শুনে ভালো লাগছে যে, দিল্লি থেকে ফেরা যাবৎ করোনা আক্রান্ত এশিয়ান গেমসে সোনা জয়ী বক্সিং আইকন ডিঙ্কো সিংয়ের Covid-19 রিপোর্ট নেগেটিভ। RIMS-এর ডাক্তার ও স্টাফদের ধন্যবাদ, যাঁরা ওঁর খেয়ালꦬ রেখেছিলেন।’
করো🦋না মুক্ত হওয়ার পর ডিঙ্কো সিং সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'হাসপাতালে থাকাকালীন পাঁচ বার আমার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এটা খুবই বেদনাদায়ক অভিজ্ঞতা। অনেককেই দেখেছি আমার পরে হাসপাতালে এসে আমার আগে সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে। কোনও কারণে আমার 🎐সুস্থ হতে একটু সময় লাগে। ডাক্তার ও নার্সদের অনেক ধন্যবাদ।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।