কয়েক মিনিটের ব্যবধানে প্যারালিম্পিক্সে চারটি পদক জিতল ভারত। দুটি পদক জিতল জ্যাভেলিনে। দুটি পদক এল হাইজাম্প থেকে। সেই পারফরম্যান্সের সুবাদে টোকিয়োকে ছাপিয়ে প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ꧑পদক সংখ্যা দাঁড়াল ২০। ফলে পদক স꧋ংখ্যার নিরিখে ভারতের সবথেকে সফল প্যারালিম্পিক্সের তকমা ছিনিয়ে ছিল প্যারিস। পুরুষদের হাইজাম্পের টি৬৩ ইভেন্টে রুপো জিতলেন শরদ কুমার। ব্রোঞ্জ জিতলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। আর পুরুষদের জ্যাভেলিন এফ৪৫ ইভেন্টে রুপো জিতলেন অজিত সিং। ব্রোঞ্জ পেলেন সুন্দর সিং গুর্জর। যিনি বিশ্বরেকর্ডের মালিক।
পুরুষদের জ্যাভেলিন এফ৪৫
১) অজিত সিং: ফাইনালে ৫৯,৮ মিটার, ৬০.৫৩ মিটার, ৬২.৩৩ মিটার, ৬০.৪৭ মিটার, 🎃৬৫.৬২ মিটার (সেরা) এবং বাতিল। রুপౠো জিতেছেন।
২🌜) সুন্দর সিং গুর্জর: ৬২.৮২ মিটার, ৬১.৭৫মিটার, বাতিল, ৬৪.৯৬ মিট♛ার (সেরা), বাতিল এবং বাতিল। ব্রোঞ্জ জিতেছেন।।
৩) রিঙ্কু: ৫৭.৩৪ মিটার, বাতিল, ৬০.৫৮ মিটার, বাতিল, বাতিল এবং ৬১.৫৮ মিটার (সেরা)। তিনি পঞ্চম স্থাﷺনে শেষ করলেন।
পুরুষদের হাইজাম্পের টি৬৩
১) শরদ কুমার: ১.৮৮ মিটার। শেষপর্যন্ত রুপো পেলেন।
২) মারিয়াপ্পান থাঙ্গাভে𝓰লু: ১.৮৫ মিটার। তিনি ব্রোঞ্জ পেলেন।
৩) শৈলেশ কুমার: ১.৮৫ মিটার। চতুর্থ ﷽স্থানে শেষ করলেন। একচুলের জন্য পদক এল না।
শরদ কুমারের ম্যাজিক
২০২০ সালের টোকিয়ো প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন শরদ। প্যারিসে পদকের রংটা আরও উজ্জ্বল করে ফেললেন। জিতলেন। ট♕ি৪২ ক্যাটেগরিতে নয়া প্যারালিম্পিক্স রেকর্ডও ♏গড়েছেন।
মারিয়াপ্পান থাঙ্গাভেলুর জাদু
মঙ্গলবারের (প্যারিসের সময় অনুযায়ী) রাতটা মারিয়াপ্পানের জন্য খুব একটা ভালো কাটেনি। তারপরও পোডিয়ামে শেষ করলেন। প্যারিসে ব্রোঞ্জ পাওয়ার ফলে চতুর্থ ভারতীয় অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে তিনটি পদক জয়ের নজির গড়লেন। ২০১৬ সালে রিওতে সোনা জিতেছি𝔉লেন। ২০২০ সালে টোকিয়োয় জিতেছিলেন রুপো। আর প্যারিসে জিতলেন ব্রোঞ্জ।
পদক তালিকায় ভারতের অবস্থান
প্যারিস প্যারালিম্পিক্সের ষষ্ঠ দিনের প্রথম ভাগটা ভারতের তেমন ভালো কাটেনি। কিন্তু শেষটা দুর্ধর্ষ কাটল। ট্র্যাক অ♊্যান্ড ফিল্ড থেকে পাঁচটি পদক এল। দুটি রুপো জিতলেন শরদ কুমার এবং অজিত সিং। ব্রোঞ্জ জিতলেন স💞ুন্দর সিং গুর্জর, মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং দীপ্তি জীবনজি (মহিলাদের ৪০০ মিটার টি২০ ইভেন্ট)। তার ফলে প্যারিসে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ২০ (তিনটি সোনা, সাতটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ)। আপাতত পদক তালিকায় ১৭ নম্বরে আছে।
টোকিয়োয় ভারতের পদক সংখ্যা
তিন বছর আগে টোকিয়োয় ভারত মোট ১৯টি পদক জিতেছিল। ঝুলিতে এসেছিল তিনট🌠ি🃏 সোনা। রুপো পেয়েছিল আটটি। ছ'টি ব্রোঞ্জ জিতেছিল।
আরও পড়ুন: প্যারালিম্পিক্সে ইতিহাস অবনী লেখারার! টোকিয়োর🌠 পর প্যারিসেও জিতলেন 🤪সোনা,এল আরও পদক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।