পিঠে অক্সিজেন সিলিন্ডার রয়েছে বটে, তবে অ্যালেক্স স্টিলকে অক্সিজেন জোগাচ্ছিল ক্রিকেট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়ো ক্লিপে বোঝা যায়, ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা কোন পর্যায়ে পৌঁছতে পারে। নেটিজেনরা যথার্থই বলাবলি করছেন যে, কিছু মানুষ বয়স হচ্ছে বলে ক্রিকেট খেলা ছেড়ে দেন। তবে কিছু মানুষ ক্রিকেট খেলবেন বলে বুড়ো হওয়👍া ছেড়ে দেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে একটি ভিডিয়ো, যেখানে ৮৩ বছরের এক ব্যক্তিকে পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে উইকেটকিপিং করতে দেখা যায়। একܫদা পেশাদার ক্রিকেট খেলা স্কটিশ ব্যক্তি শ্বাসযন্ত্রের দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। ২০২০ সালে ডাক্তাররা যাঁকে স্পষ্ট জান🔴িয়েছিলেন যে, খুব বেশি হলে আরও ১ বছর বাঁচতে পারেন তিনি। ২০২৩-এ এসে সেই ব্যক্তিই স্থানীয় ক্লাব ক্রিকেটে মাঠে নামছেন সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে।
অ্যালেক্স স্টিল ১৯৬৭ সালে স্কটল্যান্ডের হয়ে প্রথমবার ফার্স্ট ক্লাস ক্রিকেটে মাঠে নামেন। ওল্ড ট্র্যꦆাফোর্ডে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ফার্স্ট ক্লাস ক্রিকেটে হাতে꧒খড়ি হয় তাঁর। ১৯৬৯ সাল পর্যন্ত ফার্স্ট ক্লাস ক্রিকেটে স্কটল্যান্ডের নিয়মিত সদস্য ছিলেন তিনি। এই সময়ের মধ্যে দেশের জার্সিতে ৮টি ম্যাচে মাঠে নামেন অ্যালেক্স।
আরও পড়ুন:- LPL 2023: ধ্বংসা﷽ত্মক শতরান বাবর আজমের, শেষ ওভারের থ্রিলারে𝔉 রুদ্ধশ্বাস জয় কলম্বোর
১৯৮০ সাল পর্যন্ত সময়ে স্টিল মোট ১৪টি ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নামেন। ২৫টি ইনিংসে ব্যাট করে ২৪.৮৪ গ🌜ড়ে সাকুল্যে ৬২১ রান সংগ্রহ করেন তিনি। হাফ-সেঞ্চুরি করেন ২টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯৭ রানের। উইকেটকিপার হিসেবে ১১টি ক্যাচ ধরার পাশাপাশি ২টি স্টাম্প-আউট করেন অ্যালেক﷽্স।
হারারেতে জন্মানো অ্যালেক্স ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস🌌ে আক্রান্ত। এই রোগে ফুসফুস ক্রমশ শক্ত ও ছোট হতে থাকে। অক্সিজেন সরবরাহ ব্যহত হয় বলে শরীরে অক্সিজেনের মাত্রাও কমতে থাকে। সেই কারণেই ৮৩ বছরের অ্যালেক্সকে পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাঠে নামতে দেখা যায়।
নিজের অসুস্থতা প্রসঙ্গে স্টিল বলেন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি নিজের অসুস্থতাকে কীভাবে দেখেন। আমি এমন লোকেদের দেখেছি, যারা নিজেদের অসুস্থতাকে নিয়তির হাতে ছেড়ে দেয় এব🦩ং হাহুতাশ করে। আমি তেমনটা করতে মোটেও রাজি নই।’
উল্লেখ্য, স্কটল্যান্ড এবছর কোয়ালিফায়ারে ভালো খেলেও অল্পের জন্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। সুপার সিক্সের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় স্কটিশদের। সꩲ্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট সমান ছিল নেদারল্যান্ডসের। তবে নেট রান-রেটে এগিয়ে থেকে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের টিকিট হাতে পায় নেদারল্যান্ডস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।