বুমরাহর যথাযথ বিকল্প খুঁজে পাওয়া স꧟ম্ভব নয় বলে দাবি করেও অজয় জাদেজার উপলব্ধি, ভারত বুমরাহকে ছাড়াও টি-২০ ক্রিকেটে ভালো পারফর্ম্যান্স উপহার দিয়েছে। তাই বুমরাহর অভাব বিশ্বকাপে অল্প-বিস্তর টের পেলেও টিম ইন্ডিয়াকে খুব বেশি সমস্যায় পড়তে হবে না বলেই মত প্রাক্তন তারকার। তবে ক্রিকবাজের আলোচনায় জাদেজা ক্রিকেটপ্রেমীদের এমন এক ঘটনার কথা মনে করিয়ে দিলেন, বুমরাহ ছিটকে যাওয়া সত্ত্বেও যা ভারতীয় সমর্থকদের আশাবাদী করে তু💮লতে পারে।
আসলে জাদেজা মনে করিয়ে দিলেন যে, ৩০ বছর আগে ঠিক এমন সমস্যা নিয়েই অস্ট্র꧑েলিয়ায় ওয়ান ডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান। তাদের অন্যতম সেরা বোলার ওয়াকার ইউনিস পিঠের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। তবে তার পরেও ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান দল অস্ট্রেলিয়া থেকে বিশ্বকাপ জিতে দেশে ফেরে।
এবার ভারতের অন্যতম সেরা বোলার বুমরাহ পিঠের চো♓টে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তবে কি ভারত অস্ট্রেলিয়া থেকে বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে ফিরবে এবছর?
আরও পড়ুন:- IND vs SA 1st ODI: তীরে এসে ত𝓰রী ডোবে ভারতের, দারুণ লড়েও দলকে জেতাতে পারেননি ⛎স্যামসন
জাদেজা বলেন, ‘আমরা খুব কম ম্য়াচেই বুমরাহকে পেয়েছি। ভারত তা সত্ত্বে✃ও ভালো ক্রিকেট খেলেছে। সেদিক থেকে দেখলে ভারতের খুব একটা অসুবিধা হবে না। যদিও বুমরাহর বিকল্প কেউ হয় না। এমনকি ওর কাছাকাছি কাউকে খুঁজে পাওয়াও কঠিন। কেননা ও স্পেশাল এবং সেকারণেই 🐼ওকে মিস করবে দল।’
পরক্ষণেই জাদেজা যোগ করেন, ‘বিশেষ করে তরুণ সমর্থকদের শুধুমাত্র আশ্বস্ত করার জন্য বলছি, ৩০ বছর আগে ১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় আরও একটা বিশ্বকাপ খেলা হয়েছিল। যারা সেবার বিশ্বকাপ জিতেছিল, তারাও এরকম পরিস্থিতির মধ্যে পড়েছিল। ওয়াকার ইউনিস নামে একজন বোলার ছিল, যে🌜 কিনা বুমরাহর মতোই সেই সময়ে সেই ফর্ম্যাটে অন্যতম সেরা ছিল। অত্যন্ত আক্রমণাত্মক বোলার ছিল সে। বিশ্বꦇকাপের ঠিক আগে বুমরাহর মতোই পিঠের চোটে ছিটকে গিয়েছিল। তবে দিনের শেষে পাকিস্তান বিশ্বকাপ জিতে দেশে ফিরেছিল।’
শেষে প্রাক্তন তা𒁏রকা বলেন, ‘আমি চাইব ৩০ বছর পরে এবার ভারতের সঙ্গেও সেরকম কিছু ঘ🎃টুক। সেবার বিশ্বকাপ এসেছিল প্রতিবেশী দেশে। এবার হয়ত আমাদের দেশে আসবে ট্রফি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।