দক্ষিণ আফ্রিকা দলের প্রাক্তন অধিনায়ক এবং বিরাট কোহলির খুব কাছের বন্ধু মিস্টার ৩৬০ ডিগ্রি এবি ডি'ভিলিয়ার্স টি-টোয়েন্টিতে প্লেয়ারদের মধ্যে সর্বকালের সেরা বাছতে গিয়ে চমকে দিয়েছেন। তিনি কোহলির নাম তো মোটেও করেননি। এমন কী টি-টোয়েন্টি ফর্ম্যাটেে꧑ বিধ্বংসী ক্রিস গেইলের নামও নেননি। তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন আফগানিস্তানের রশিদ খানকে। এবি-র এই সিদ্ধান্তে কিছুটা হতবাকই হয়েছেন ক্রিকেট ভক্তরা।
বিরাট কোহলি এই মুহূর্তে টেস্ট ফরম্যাটে ছন্দে নেই। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাট হাতে তাঁর রেকর্ড দুরন্ত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি রান করার পাশাপাশি আইপিএলেও সবচেয়ে বেশি রানের তালিকাতে শীর্ষ স্থান ধরে রেখেছেন বিরাট। কোহলির নামে আইপিএলে অগণিত রেকর্ডও রয়েছে, তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি প্রথম মরশুম থেকেই শু🦂ধুমাত্র একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।
আরও পড়ুন🔯: স্ট্রাইক রেট নিয়ে বেশিই বাড়াবাড়ি হয়- LSG অধিনায়কের মন্তব্য নিয়ে জলঘোলা শুরু
সুপারস্পোর্টে𝓡 ডি'ভিলিয়ার্স বলেন, ‘আমার মতে, সর্বকালের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় রশিদ খান ছাড়া আর কেউ নন। তিনি ব্যাট এবং বল দুই বিভাগেই সফল। এবং দুই বিভাগেই ম্য়াচ উইনিং প্লেয়ার হিসেবে পরিচিত। তিনি মাঠে প্রাণবন্ত ভাবে খেলেন। তিনি সব সময়ে জিততে চান। তিনি একজন লড়াকু প্রতিযোগী। এবং তিনি একজন সেরা টি-টোয়েন্টি প্লেয়ার।’
আ🙈রও পড়ুন: সেরা T20 প্লেয়ার হিসেবে বন্ধু কোহলির নাম নিলেন না, তব♏ে কাকে বাছলেন ডি'ভিলিয়ার্স?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।