শুভব্রত মুখার্জি: ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে অন্যতম সেরা স্পিনার আফগানিস্তানের তারকা রশিদ খান। বিশ্বের বিভিন্ন প্রান্তের𒆙 🅘টি-২০ লিগ সহ ফ্র্যাঞ্চাইজি লিগে অত্যন্ত জনপ্রিয় বোলার তিনি। ইংল্যান্ডের জনপ্রিয় দ্য হান্ড্রেড খেলার কথাও ঠিক ছিল তাঁর। তবে টু্র্নামেন্ট শুরুর আগেই এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন রশিদ খান। এবারের দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে খেলার কথা ছিল রশিদ খানের। তিনটি ম্যাচে অন্ততপক্ষে রকেটসের হয়ে খেলবেন বলে জানিয়েছিলেন রশিদ খান। তবে এবারের দ্য হান্ড্রেডের আসরে যে তিনি খেলবেন না তা স্পষ্ট করে দিয়েছেন।
সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে এমআই নি🍸উইয়র্কের হয়ে খেলতে দেখা গিয়েছিল রশিদ খানকে। মেজর লিগ ক্রিকেটের প্রথম ফাইনালেই দুরন্ত পারফরম্যান্স করেছিলেন রশিদ খান। মাত্র ৯ রান দিয়ে নেন তিনটি উইকেট। ডালাসের ফাইনালে রশিদ খানরা মুখোমুখি হয়েছিলেন সিয়াটল অর্কাসের। দ্য হান্ড্রেড থেকে নাম প্রত্যাহারের পিছনে কারণ হিসেবে রশিদ খান নিজের চোটকেই দেখিয়েছেন। তবে নির্দিষ্ট করে কী চোট বা কী ধরণের চোট তা বলেননি তিনি বা তাঁর ফ্র্যাঞ্চাইজি ট্রেন্ট রকেটস।
ট্রেন্টব্রিজে এবারের দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভসের বিরুদ্ধে প্রথম ম্যাচে রক༒েটসের হয়ে খেলার কথা ছিল রশিদের। প্রথম তিনটি ম্যাচে রকেটসের হয়ে খেলার কথা ছিল রশিদের। এরপর তাঁর জায়গায় খেলার কথা ছিল নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধির। এবার রশিদ না খেলার ফলে রকেটসের হয়ে প্রথম তিন ম্যাচে খেলবেন পাকিস্তানের বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ওয়ানডেতে চোটের কারণে খেলতে পারেননি রশিদ খান। পিঠের চোটের কারণেই খেলা হয়ে ওঠেনি তাঁর। তাই অনেকেই মনে করছেন ডাক্তারদের পরামর্শেই বিশ্রাম নিচ্ছেন রশিদ খান। কারণ এরপরেই আফগানিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ রয়েছে এবং সেখানে খেলবেন রশিদ খান। তারপরেই তারা এশিয়া কাপে খেলবে। এই দুটি সিরিজেই আফগানদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে রশিদ খানকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।