মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে দুর্ধর্ষ ডবল সেঞ্চুরি করেলেন আজিঙ্কা রাহানে। হায়দরাবাদের বিরু🦄দ্ধে ম্যাচে জ্বলে উঠলেন এই তারকা ব্যাটার। এক সময় নিয়মিত ভারতের হয়ে খেললেও বর্তমানে দলে জায়গা পাচ্ছেন না রাহানে। বাদ পড়েছেন ভারত বনাম বাংলাদেশ সিরিজেও। সব ফরম্যাটে খেললেও শেষের দিকে শুধু টেস্ট খেলতেই দেখা যেত তাকে। খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়তে হয় ভারতীয় দল থেকে। বর্তমানে ঘরোয়া ক্রিকেট খলেছেন তিনি।
হায়দরাবাদের বিপক্ষে রান করে ফের জাতীয় দলে কামব্যাক করার ইচ্ছা প্রকাশ করলেন জিঙ্কস। রাহানে বলেন, ‘ভারতের হয়ে খেলার স্বপ্ন আমি এখনও ছাড়িনি। আমি কিছু প্রমাণ করতে চাই না। তবে আমি কখনই হাল ছাড়ব না। ঘরোয়া ক্রিকেটে নিজের সেরাটা দিয়ে যাব। নিজের উপর বিশ্বাস আছে। আশা করছ🌼ি এই ধারাবাহি🔜য়কতা বজায় রাখতে পারলে ভারতীয় দলে কামব্যাক করার সুযোগ থাকবে।’
৩৪ বছর বয়😼সী রাহানে গত তিন বছরে ভারতের হয়ে ৮২টি টেস্ট খেলেছেন। ২০২০-২১ মরশুমে ৮ টেস্ট খেলে ১৪ ইনিংসে তার গড় ছিল ২৯.২৩। ২০২১ সালে ৯ ইনিংসে ৫ টেস্ট গড় ১৯ নেমে আসে। তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি আসে ২০২১ সালে। শেষ তিন বছরে করেছেন দুটি অর্ধশতরান। যার ফলে ভারতীয় দল থেকে বাদ পড়তে হয় তাকে।
শুধু তাই নয়, গত তিন বছরে টেস্ট ক্রিকেটে ভারতের মাটিতে শতরান পাননি বিরাট কোহলি, চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটাররা। এর জন্য ভারতীয় পিচকে কাঠগড়ায় তুলেছেন অজিঙ্কা। এবিষয়ে তিনি জানান, ‘গত তিন বছরে বিরাট, পূজারা ও আমার রান কমেছে ভারতীয় পিচের কারণে। যদি দেখেন যে তিন, চার বা পাঁচ নম্বরে ব্♈যাট করা খেলোয়াড়দের উইকেটের কারণে গড় নেমে এসেছে। এতে আমি মনে করি না যে আমাদের বিশেষ ভুল ছিল। প্রতিটি ম্যাচে আমরা ভুল করিনি। কখনও কখনও উইকেট এমন হয় যে রান করা সম্ভব হয় না। আমি কোনও অজুহাত দিচ্ছি না। কিন্তু সবাই জানে আমরা কেমন পিচে খেলেছি।’
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে খেলা ১৭টি টেস্ট ম্যাচের মধ্যে নয় ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেন রাহানে। এবিষয়ে রাহানে বলেন, ‘একজন ব্যাটসম্যান হিসেবে এটা সবসময়ই চ্যালেঞ্জিং, বিশেষ করে যদি আপনি মিডল অর্ডার হিসেবে ব্যাটিং করেন।’ রাহানে হায়দরাবাদের ♔বিরুদ্ধে ২৬১ বলে ২০৪ রান করেন। ২৬ টি বা🌺উন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি রয়েছে তাঁর ঝুলিতে। মুম্বই করে ৬৫১/৬ ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।