FIG Artistic Gymnastics Apparatus World Cup: ভারতের তৃতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে পদক জিতেছেন ঝাড়গ্রামের প্রণতি। তাঁর আগে ২০১৮ সালে অনুণা রেড্ডি ও ২০১৮ সালে দীপা কর্মকার পদক জিতেছি♎লেন। এ বার জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে ব্রোঞ্জ জয়ী বাংলার প্রণতি নায়েককে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন বার্তার সঙ্গে আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই প্রণতি নায়েককে নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতি। পꦑ্রতিপক্ষের তরফ থেকে বলা হচ্ছে বাংলা নয়, প্রণতি এই সাফল্য পেয়েছে ওড়িশার তরফ থেকে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বাংলার মেয়েটিকে তাঁর কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রণতি নায়েককে শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে লিখেছেন𓆉, ‘কায়রোতে জিমন্যাস্টিকস বিশ্বকাপ ২০২৪-এ ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য আমাদের বাংলার মেয়ে প্রণতি নায়ককে অভিনন্দন! বৈশ্বিক অঙ্গনে আরও উন্নতির জন্য শুভকামনা রইল!’
প্রণতি নায়েকের কৃতিত্বের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবদান নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। সোশ্যাল মিডিয়াতে বিজেপির আইটি সেলের প্রধান তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্য এর কড়া জবাব দিয়েছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কীসের জন্য কৃতিত্ব দাবি করছেন? সন্দেশখালির বাংলার মহিলাদের জন্য তাঁর অবদান কী? অন্য কিছু নয়। সত্যিটা হল প্রণতি নায়ককে বাংলা ছেড়ে ওড়িশায় চলে যেতে হয়েছিল, কারণ তিনি TMC বা চলিত পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে কোনও সমর্থন পাননি। 🍨প্রকৃতপক্ষে, তিনি ২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত ৩৭তম জাতীয় গেমসে ওড়িশার প্রতিনিধিত্ব করেছিলেন এবং চারটি স্বর্ণপদক এবং একটি রুপোর পদক জিতেছিলেন। ওড়িশার মুখ্যমন্ত্রী তাঁকে ২৩ লক্ষ টাকা💯 নগদ পুরস্কার দিয়ে সম্মানিত করেছিলেন এবং সমস্ত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন?’
এরপরেই সোশ্যাল মিডিয়াতে প্রণতি নায়েককে নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। আপনাকে জানিয়ে রাখি, মিশরের কাইরোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন প্রণতি। ফাইনালে ১৩.৬১৬ স্কোর করেন প্রণতি। এই বিভাগে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার আন চ্যাং ওক। তাঁর স্কোর ১৪.২৩৩। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছেন বুলগেরিয়ার ভ্যালেন্টিনা জর্জিয়েভা। তাঁরও স্কোর প্রণতির মতোই ১৩.৬১৬। সমান 𓆏পয়েন্ট পেলেও টেকনিক্যাল দিক থেকে এগিয়েছিলেন ভ্যালেন্টিনা। তাই রুপো জিতেছেন তিনি। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলার মেয়েকে। এই সাফল্যের জন্য প্রণতিকে সমাজমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জিমন্যাস্টিক্স বিশ্বকাপের পদক প্রণতিকে প্যারিস🎀 অলিম্পিক্সের দিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।