প্রাণ বাঁচাতে হৃদযন্ত্রে আপত্কালীন অস্ত্রোপচার করাতে হয়। তবে জীবনদায়ি সেই🎉 জটিল অস্ত্রোপচারের সময়ই স্পাইনাল স্ট্রোকে আক্রান্ত হন ক্রিস কেয়ার্নস। ফলে পাক্ষাঘাতে পা অকেজো হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের, এমনটাই খবর।
৫১ বছর বয়সী প্রাক্তন কিউয়ি অল-রাউন্ডার ক্যানবেরায় ফিরে এসেছেন বটে, তবে সিডনিতে করা হার্ট সার্জারির পর শারীরিক জটিলতার মু🎃খে পড়তে হয়েছে কেয়ার্নসকে। ফলে রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তারকা ক্রিকেটার।
কেয়ার্নসের আইনজীবী অ্যারন লয়েড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘প্রাণ বাꦜঁচাতে ক্রিস কেয়ার্নসের হৃদযন্ত্রে আপত্কালীন অস্ত্রোপচারের প্রয়োজন হয়। সিডনির সেই জীবনদায়ি অস্ত্রোপচারের সময় স্পাইনাল স্ট্রোকে আক্রান্ত হন কেয়ার্নস। এর ফলে তাঁর পা দু'টি পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়ে।'
লয়েড এও জানিয়েছেন যে, অস্ট্রে⭕লিয়ায় মেরুদণ্ডের রোগের চিকিত্সা করা হয় এমন এক হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের নজরদারিতে থাকবেন🦹 প্রাক্তন ক্রিকেটার।
উল্লেখ্য, হৃদরোগে আক্♛রান্ত হয়ে ক্যানবেরার হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেয়ার্নস। পরে তাঁকে সিডনির সেন্ট ভিনসেন্ꦕট হাসপাতালের লাইফ সাপোর্ট ইউনিটে স্থানান্তরিত করা হয়। তাঁর হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা দেখা দিয়েছিল। সমস্যা মেটাতে তড়িঘড়ি কেয়ার্নসের হার্ট সার্জারি করা হয়। বেশ কিছুদিন লাইফ সাপোর্টে থাকার পর ক্যানবেরায় নিজের বাড়িতে ফেরেন তারকা ক্রিকেটার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।