অস্ট্রেলিয়ানদের কুশিক্ষার শেষ নেই। অস্ট্রেলিয়ান ওপেনে আরও একবার অজিরা দেখিয়ে দিলেন তাঁরা নিজেদের স্বভাব থেকে বেরিয়ে আসতে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে এদিন নেমেছিলেন নোভাক জভোচিক এবং অ্যജালেক্সান্ডার জেরেভ। সার্বিয়ান তারকার সঙ্গে জার্মান টেনিস তারকা জেরেভের লড়াইটা ভালোই জমেছিল।
আরও পড়ুন-৯ বছ🌳রের দাবাড়ুর কাছেꦇ হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় জোকারের-
প্রথম সেটে জার্মান জেরেভ এগিয়ে যান ৭-৬ ফলে। এরপরই গোটা রড লেভার এরিনা যখন অপেক্ষা করছিলেন জকোভিচের রাজকীয় প্রত্যাবর্তন দেখার জন্য, ঠিক সেই সময়ই সবাইকে হতবাক করে দিয়ে কোর্ট ছাড়েন জোকার। আসলে চোটের জন্য তিনি আর খেলা চালিয়ে য♕েতে পারেননি। আলকারাজের বিরুদ্ধে গত ম্যাচে তিনি চোট পেয়েছিলেন। সেই চোট 𓃲এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি।
দর্শক কটুক্তির শিকার জকোভিচ-
জকোভিচ কোর্ট ছাড়ার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল ম্যাচ দেখতে আসা দর্শকরা বুইং শুরু করেন জোকারকে নিয়ে। আসলে তাঁরা তাঁদের টাকা দিয়ে টিকিট কাটার বিষয়টিই দেখার চেষ্টা করলেন। একজন খেলোয়াড়ের চোটের যন্ত্রণার বিষয়টি বোঝার চেষ্টা করলেন না। সার্বিয়ান জকোভিচ অবশ্য বিষয়টিতে অতটা রিয়্যাক্ট কর൲েননি, পাল্টা তিনি হাততুলে সবাই থাম্পস আপ দেখিয়ে কোর্ট ছাড়েন।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে 🎃ভক্তের অনুরোধ অটোগ্রাফের🃏! খোশমেজাজে তুললেন সেলফিও
অজিদের শিক্ষার পাঠ দিলেন জেরেভ-
চোট পাওয়া জকোভিচের মাঠ ছাড়ার সময় যেভাবে তাঁকে দর্শকরা কটুক্তি করে বুইং করেছে তা পছন্দ হয়নি প্রতিপক্ষ খেলোয়াড় অ্যালেক্সান্ডার জেরেভের। অস্ট্রেলিয়ান দর্♛শকদের ভদ্রতার পাঠ দিয়ে তিনি বলছেন, ‘প্লিজ দর্শকরা, তোমরা কাউকে বু করো না যে চোট নিয়ে মাঠ ছাড়ছে। আমি জানি তোমরা সকলেই টিকিট কেটে এসেছো ভালো খেলা দেখবে বলে, কিন্তু তাও কাউকে এভাবে বুইং করো না ’।
জোকারের প্রশংসায় জেরেভ-
🌠জকোভিচের প্রশংসা করে এরপর জেরেভ বলেন, ‘বিগত ২০ বছর ধরে এই খেলাকে জকোভিচ অনেক কিছু দিয়েছে, তাই চোটের জন্য কোর্ট ছাড়ার সময় বুইং করা উচিত নয়। ওকে সম্মান দাও, ওকে ভালোবাসা দাও। এর আগে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও ও এখানে খেলেছে এবং ট্রফি জিতে গেছে, তাই ও একটা ম্যাচ থেকে সরে দাঁড়ানোর অর্থ বুঝতে হবে, সত্যিই ওর পক্ষে এই ম্যাচে খেলা সম্ভব হচ্ছিল না’⛎।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।