শুভব্রত মুখার্জি
ব্যাডমিন্টনে ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হল অ🌼ল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ। সারা বছর ধরে ব্যাডমিন্টন তারকারা অপেক্ষা করে থাকেন এই প্রতিযোগিতা🌜র জন্য। সামনেই রয়েছে অলিম্পিক। ফলে চলতি বছর এই প্রতিযোগিতাকে অনেকেই অলিম্পিকের প্রস্তুতি মঞ্চ হিসেবেও দেখছেন। সদ্য প্রকাশিত হল প্রতিযোগিতার সূচি। সেই সূচি অনুযায়ী সহজ গ্রুপে পড়লেন পিভি সিন্ধু ।
তবে অপর ভারতীয় সাইনা নেহওয়ালের প্রথম থেকেই লড়াইটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে । বার্মিংহামে আগামী ১৭-২১ মার্চ বসবে টুর্নামেন্টের আসর। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ সকলের কাছেই গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতার আগে ভারতীয় শাটলাররা খেলবেন সুইস ওপেনে। যে প্রতিযোগিতাটি শুরু হবে ৩ মার্চ থেকে। অল ইংল্যান্ডে মহিলা সিঙ্গলসে শীর্ষ বাছাই হয়েছেন অলিম্পিক স্বর্ণ পদকজয়ী ক্যারোলিনা মারিন। পঞ্চম বাছা𝔉ই পিভি সিন্ধু।
সিন্ধু তাঁর প্রথম ম্যাচ খেলবেন মালয়েশিয়ার সোনিয়া চে-র বিরুদ্ধে। পরের পর্বে সিন্ধুর লড়াই হতে পারে জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে। সেমিফাইনাল পর্যন্ত উঠলে সিন্ধুর খেলা পড়তে পারে মারিনের সঙ্গে। সাইনা প্রথম রাউন্ডেই মুখোমুখি হবেন ডেনমার্কের মিয়া ব্লিচফেল্টের বিরুদ্ধে। প্রথম রাউন্ডে পারুপল্লি কাশ্যপ খেলবেন বিশ্বের এক নম্বর তারকা জাপানের কেন্টো মোমোতোর বিরুদ্ধে। কিদাম্বি শ্রীকান্ত প্রথম রাউন্ডে খেলবেন ইন্দোনেশিয়ার টমি সুজিয়ার্তোর বিরুদ্ধে। বি সাই ๊প্রণীত প্রথম ম্যাচ খেলবেন ফ্রান্সের টোমা জুনিয়র পোপোভের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।