সদ্য শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ফাইনালে নামার🦩 আগে চেন্নাই সুপার কিংস দলের ক্রিকেটার অম্বাতি রায়াডু জানিয়ে দেন এটাই তাঁর শেষ আইপিএল। তাই চ্যাম্পিয়ন হতেই ট্রফি রায়াডুর হাতে তুলে দেন ধোনি। সেই সঙ্গে এক বিশেষ রেকর্ডও গড়ে ফেলেন তিনি। চেন্নাইয়ের এই ক্রিকেটার ব্যক্তিগতভাবে ছয়বার আইপিএল শিরোপা জিতেছেন। তার মধ্যে তিনবার জিতেছেন চেন্নাইয়ের হয়ে। আইপিএলে তাঁর সাফল্য বেশ ভালো থাকলেও তবে তিনি ভারতীয় দলের হয়ে ক্রিকেট কেরিয়ারে খুবই কম সাফল্য অর্জন করতে পেরেছেন। সুযোগও পেয়েছেন কম।
অম্বাতি রায়াডু ভারতীয় দলের হয়ে ৫৫টি ওডিআই ম্যাচ ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। তবে ২০১৮ সেপ্টেম্বর মাস থেকে ২০১৯ মার্চ মাস পর্যন্ত ভারতীয় দলের হয়ে টি-টো🅘য়েন্টিতে জাতীয় দলের হয়ে ৬০২ রান করেন। পাশাপাশি সেই ছয় মাসের মধ্যে মোট ২১টি ওডিআইতে ৬৩৯ রান করেন র🍨ায়াডু। তার মধ্যে একটি শতরান এবং ৪টি অর্ধশতরান রয়েছে। কিন্তু তারপরও বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা হয়নি এই ব্যাটারের। যা দেখে অনেকেই অবাক হন।
ভারতের বোলিং কিংবদন্তি এবং প্রাক্তন কোচ অনীল কুম্বলে মনে করেন, সেই সময়ে রায়াডুকে দলে না ন🥃েওয়া বড় ভুল সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, '২০১৯ বিশ্বকাপে রায়াডুকে খেলানো উচিত ছিল। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। এটা একটা বিশাল ভুল সিদ্ধান্ত। যে ক্রিকেটারকে তোমরা ছয় মাস ধরে বিশেষভাবে প্র্যাকটিস করালে। তাকেই শেষ মুহূর্তে বাদ দেওয়া তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীর একটা বড় ভুল সিদ্ধান্ত। এটি সত্যিই আশ্চর্যজনক।'
২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়, তখন রায়াডুর নাম না ঘোষণা করে কেএল রাহুলকে দলে নেওয়া হয়। তারপরেও অতিরিক্ত ক্রিকেটার হিসেবে তাকে না নিয়ে বিজয় শংকরকে দলে নেওয়া হয়। যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।🐼 এই বাদ দেওয়ার জন্য কিছুটা হলেও ক্ষুব্ধ হন রায়াডুও। দল নির্বাচনে বিরক্ত হয়ে সেই সময় রায়াডু একটি টুইট করে লেখেন, 'একটি থ্রিডি চশমার অর্ডার কর🅺েছি। বিশ্বকাপ খেলা দেখার জন্য।' যদিও সেই বিশ্বকাপ জিততে পারেনি ভারতীয় দল। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয় টিম ইন্ডিয়াকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।