গাড়ি দুর্ঘটনায় আহ✨ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন অ্যান্ড্রু ফ্লিন্টফ। বিবিসি-র টপ গিয়ার শো-এর জন্য শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন প্রাক্তন ব্রিটিশ অল-রাউন্ডার। তাঁকে তৎক্ষণাৎ আকাশপথে হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।
সারের ডানসফোল্ড পার্ক এরোড্রোমে ঘটে দুর্ঘনাটি। বিসিসি-র মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, ‘সকালে টপ গিয়ারের টেস্ট ট্র্যাকে দুর্ঘটনার কবলে পড়েন ফ্রেডি (ফ্লিন্টফ)। ক্রুর🥃 সঙ্গে থাকা ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা করেন। পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাড়াতাড়িই এই বিষয়ে পরবর্তী আপডেট দেওয়া হবে।’
ফ্রেডির অনুরাগীরা আশ্বস্ত হতে পারেন এটা জেনে যে, ফ্লিন্টফের চোট প্রাণসংশয়ের মতো নয়। তিনি ধীর গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সূত্র মারফৎ দ্য সান জানতে পেরেছে যে, শুটিংয়ের সময় সবরকম সতর্কতামূলক ব্যবস্থা ছিল। দুর্ঘটনার পরে প্রাক্তন ক্রিকেটারকে এয়ার অ্যাম্বুলꦬেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক🌠 করুন
টপ গিয়ারের শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। সকলের যাবতীয় মনোসং🐻যোগ এখন ফ্লিন্টফের সুস্থ হয়ে ওঠার দিকে রয়েছে। দুর্ঘটনার সময় টেস্ট ট্র্যাকে উপস্থ෴িত ছিলেন ফ্লিন্টফের সহ-অভিনেতা ক্রিস হ্যারিস, এমনটাই জানা যাচ্ছে।
টপ গিয়ারের শুটিংয়💛ের সময় ফ্লিন্টফের দুর্ঘটনায় পড়া এই প্রথম নয়। বরং ২০১৯ সালে ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় গাড়ি চালানোর সময়েও একবার দুর্ঘটনার মুখে পড়েছিলেন ফ্রেডি।
আরও পড়ুন:- ICC Ranking: মুনিকে টপকে এক ন🎐ম🐽্বরে অজি তারকা, T20-র বিশ্বব়্যাঙ্কিংয়ে লাফ দিলেন শেফালি
২০১০ সালে ক্রিকেট থেকে অবসর নেন ফ্লিন্টফ। ২০১🌠৯ সালে তꦕিনি সঞ্চালক হিসেবে টপ গিয়ারে যোগ দেন। মাঝে পেশাদার বক্সিংয়ে কেরিয়ার তৈরিরও চেষ্টা করেন প্রাক্তন ক্রিকেটার।
বর্ণোজ্জ্বল ক্রিকেট কেরিয়ারে ফ্লিন্টফ ৭৯টি টেস্ট, ১৪১টি ওয়ান ডে ও ৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৩১৫ রান ও ৪০০টি🍸 উইকেট নিয়েছেন তারকা অল-রাউন্ডার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।