শুভব্রত মুখার্জি: একটা সময় ছিল যখন ক্রিকেট বিশ্বে ভারতীয় ক্রিকেটের পরিচিতি ছিল তাদের বিশ্বমানের ব্যাটারদের জন্য। বোলিং আক্রমণ কোনও কালেই ভারতের শক্তির জায়গা ছিল না। অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথরা তাদের ব্যক্তিগত নৈপুণ্যের কারণে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। তবে জাহির খানের সময় থেকে ধীরে ধীরে চিত্রটা বদলাতে থাকে। ভারতের ব্যাটিং ইউনিটের মতন বোলিং ভাগও ইউনিট হিসেবে কাজ করা শুরু করে। বিরাট কোহলির অধিনায়কত্বে ভারতীয় বোলিং বিশেষ করে পেস বোলিংয়ের চিত্রটাই বদলে যায়। আইপিএলের মঞ্চ, ঘরোয়া ক্রিকেটের মঞ্চ থেকে একাধিক পেসার শুধু উঠে আসেননি আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেছে। এবার সেই ঘটনার প্রতিফলন দেখা গেল চলতি এজবাস্টন টেস্টেও। একটি সি🌳রিজে ভারতীয় পেসাররা সর্বাধিক উইকেট সংগ্রহের নজির গড়লেন চলতি পাতৌদি ট্রফিতে।
প্রসঙ্গত, চলতি এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন পর্যন্ত এখন পর্যন্ত ভারতীয় পেসারদের সংগ্রহ ৬৬ টি উইকেট। যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিশেষ করে ভারতীয় পেসারদের জন্য এক গৌরবময় নজির গড়া অধ্যায়। এর আগে ২০১৮ পাতৌদি ট্রফিতে ভারতীয় পেসাররা নিয়েছিলেন ৬১ টি উইকেট। যার ফলে ২০২২ সালে দাঁড়িয়ে🙈 ভারতীয় পেসাররা ভেঙে ফেললেন তাদের নিজেদের নজির। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন পেসার জসপ্রীত বুমরাহ।
চলতি এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে মারকাটারি ইনিংস খেলার পরে বল হাতেও দলকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। ইতিমধ্যেই ইংܫল্যান্ড প্রথম ইনিংসে তাদের ৫ টি উইকেট হারিয়ে ফেলেছে। বোলিং পার্টনারশিপে দুরন্ত বল করেছেন বুমরাহ এবং শামি। বুমরাহ তিনটি, শামি ১ এবং সিরাজ ১ টি করে উইকেট নিয়েছেন। বুমরাহের ♕বোলিং ফিগার ১১ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট। দিনের শেষে অপরাজিত অবস্থায় রয়েছেন বেন স্টোকস এবং জনি বেয়ারস্টো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।