শুভব্রত মুখার্জি: ভারতীয় কুস্তিতে সুদিন অব্যাহত। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন অংশু মালিক। উল্লেখ্য এর আগে দুই ভারতীয় পুরুষ কুস্তিগীর ফাইনালে পৌঁছাতে সক্ষম হলেও এই প্রথম মহিলা কুস্তিগীর এই কৃতিত্ব অর্জন করলেন। উল্লেখ্য এর আগে ২০১☂০ সালে সুশীল কুমার এবং ২০১৮ সালে বজরং পুনিয়া বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে ছিলেন।
বুধবার জুনিয়র ইউরোপীয় কুস্তির চ্যাম্পিয়ন সোলোমিয়া🐈 ভিনি♔ককে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন অংশু। ম্যাচে আধিপত্য বজায় রেখে ১১-০ ফলে জিতে ফাইনালে প্রবেশ করেছেন তিনি। ৫৭ কেজি বিভাগে ১৯ বছর বয়সী এশিয়ান চ্যাম্পিয়ন অংশুর সামনে দাঁড়াতেই পারেননি তার প্রতিপক্ষ।
উল্লেখ্য বিশ্ব পর্যায়ে মাত্র চার মহিলা কুস্তিগীর পদক জিততে সমর্থ হয়েছেন। তবে তারা সকলেই জিতেছেন ব্রোঞ্জ। ২০১২ সালে গীতা এবং ববিতা ফোগাট,২০১৮ সালে পূজা ধান্ডা এবং ২০১৯🌟 সালে ভিনেশ ফোগাট সকলেই ব্রোঞ্জ জিতে🏅ছিলেন। উল্লেখ্য ভারতীয় কুস্তির ইতিহাসে ভারত একমাত্র বিশ্ব চ্যাম্পিয়নকে পেয়েছে পুরুষ বিভাগেই। ২০১০ সালে সুশীল কুমার বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে সমর্থ হয়েছিলেন। বৃহস্পতিবার সুশীলের নজির অংশু স্পর্শ করতে পারেন কিনা এখন সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।