অ্যাশেজের দ্বিতীয় দিনে সারাদিন ব্যাটিং করে অস্ট্রেলিয়ার ইনিংসকে ভরসা দিলেন উসমান খোয়াজা। অ্যাশেজের দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়𝐆ার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩১১ রান। অজি দল এখনও ইংল্যান্ডের থেকে ৮২ রান পিছিয়ে রয়েছে। খোয়াজা ১২৬ রান ও অ্যালেক্স ক্যারি ৫২ রান করে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনে এক🌠 সময় অস্ট্রেলিয়ার অবস্থা খুব খারাপ ছিল সেখান থেকে দলকে উদ্ধার করে খোয়াজা ও কেরি। তাদের ইনিংসে দ্বিতীয় দিনে অক্সিজেন পেয়েছে অস্ট্রেলিয়া দল।
ডেভিড ওয়ার্নার,মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ দ্বিতীয় দিনে খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান। প্রথম দিকে তাদের আউট হওয়ার পরে ইংলিশ বোলাররা ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে। কিন্তু তারপরে খোয়াজা এক প্রান্ত ধরে রেখে খেলেন। তিনি দ্বিতীয় দিনে সারไা দিন ব্যাটিং করে অস্ট্রেলিয়ার জন্য দুর্দান্ত প্রত্যাবর্তন করে। সারাদিন তাঁকে আউট করতে পারেনি ইংলিশ বোলাররা। স্টুয়ার্ট ব্রডের বলে তিনি আউট হয়ে গেলেও, এটি ছিল ব্রডের একটি নো বল, যা খোয়াজাকে রক্ষা করে। দ্বিতীয় দিনের খেলা শুরু করার সময়ে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৪ রান। সেই সময়ে ক্রিজে ছিলেন ডেভিড ও𒁃য়ার্নার ও উসমান খোয়াজা। দ্বিতীয় দিনের খেলা শুরু হতে প্রায় এক ঘণ্টাও হয়নি তখন ব্রড তাঁর এক ওভারে অস্ট্রেলিয়ান দলকে কাঁপিয়ে দেন। নিজের ওভারের প্রথমে ওয়ার্নার ওমার্নাস ল্যাবুশানকে আউট করেন স্টুয়ার্ট ব্রড।
এরপর স্টিভ স্মিথকে এলবিডব্লিউ আউট করেন বেন স্টোকস। ৬৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর খোয়াজা তখন ট্রেভিস হেডের সমর্থন পান। এবং দুজনেই ইনিংসকে ১৪৮ রানে নিয়ে যান। হেড করেন ৫০ রান। এরপরে মইন আলির শিকার হন ট্রেভিস হেড। ২ বছর পর প্রথম উইকেট পানন মইন আলি। হেডের সঙ্গে জুটি ভাঙার পর ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে খোয়াজা ইনিংসকে ২২০ রানে নিয়ে যান। ৩🍌৮ রান করার পর মইনের বলে বোল্ড হন গ্রিন। ২২০ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান খোয়াজা। দুজনেই স্টাম্প পর্যন্ত ক্রিজে ছিলেন। উসমান খোয়াজা তাঁর টেস্ট ক্যারিয়ারের ১৫তম এবং ইংল্যান্ডে প্রথম সেঞ্চুরি করেছেন। অ্যাশেজে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।