শুভব্রত মুখার্জি: ফেব্রুয়ারি মাসেই ভারত সফরে আসছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। চলতি বছরের ফেব্রুয়🦂ারি থেকে মার্চ মাস পর্যন্ত ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা। ভারতের পিচ স্বাভাবিকভাবেই স্পিন সহায়ক পিচ হয়ে থাকে। সেখানে ম্যাচের ভাগ্য নির্ধারণে স্পিনারদের ভ𝓀ূমিকা গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখেই অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন ভারতের বিরুদ্ধে সিরিজে অজিদের প্রধান স্পিন বোলিং অপশন হবেন অ্যাশটন অ্যাগার।
আরও পড়ুন… এবি-র🧜 কাছেও এটা ছিল না- সূর্যকে অভিনন্দন জানাতে ডি’ভিলিয়ার্স ও রাসেলের প্রসঙ্গ ꧋টানলেন জাদেজা
সিডনিতে তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটিও উইকেট পাননি। তারপরেই অ্যাশটন অ্যাগারকে নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই বিষয়টি নিয়ে বলতে গিয়ে প্যাট কামিন্༒স জানান, ‘আমি নিশ্চিত অ্যাশটন ওখানে (ভারত সফরে) যাচ্ছে। বাঁহাতি স্পিনারের ভূমিকা 🔯ওখানে গুরুত্বপূর্ণ। তাই বলাই যায় ভারত সফরে ও (অ্যাগার) নিশ্চিতভাবেই যাচ্ছে।’
আরও পড়ুন… এটা ধোনি﷽ꦗ ও বিরাটের সঙ্গেও হতে দেখেছি- অবশেষে মুখ খুললেন 3D প্লেয়ার বিজয় শঙ্কর
প্যাট কামিন্স আরও যোগ করেন, ‘এটা বুঝতে কখনও অসুবিধা হয় না যে এই সিডনির উইকেটটা ভারতের উইকেটের থেকে অনেকটাই আলাদা। উইকেটের মাঝখান থেকে বল স্পিন করছিল না। আমরা মনে করেছিলাম উইকেটে বল স্পিন করবে। তবে আমরা যা আশা করেছিলাম সে রকম স্পিন হয়ন𝔉ি। আমি মনে করি অ্যাগার খুব ভালো বোলিং করেছে। আমার দলের প্রতিটা সদস্য যেভাবে🌠 খেলছে আমি খুব খুশি। আর কয়েকদিন পরেই আমরা ভারত সফরে যাচ্ছি । তার আগে প্রতিটি সদস্যের ভালো ফর্মে থাকাটা স্বস্তিদায়ক। ভারত সফর নিয়ে আমরা ইতিমধ্যেই ভাবনা শুরু করে দিয়েছি। ভারতের বিরুদ্ধে এই বছরে আমরা ১০ টি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলব। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ রয়েছে। আশা করি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ও আমরা খেলব। আগামী দিনগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।