শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যে ২২ গজে লড়াইয়ের আগেই, মাঠের বাইরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। মরণ-বাঁচন ম্যাচে💎র আগেই দুই দলের মধ্যে চলছে তীব্র বাগযুদ্ধ। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা দাবি করেছিলেন, বাংলাদেশ দলে নাকি দু’জন বোলার রয়েছে। আর তারা সহজ প্রতিপক্ষ। দাসুনের এই মন্তব্যে চটেছে পুরো বালাদেশ টিম। এ বার পাল্টা তোপ দাগলেন শাকিব আল হাসানদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। তিনি আবার দাবি ক🌸রেছেন, শ্রীলঙ্কা দলে কোনও বোলারকেই তিনি দেখতে পাচ্ছেন না। প্রসঙ্গত, বৃহস্পতিবার এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
আরও পড়ুন: সূর্যের জাদুতে অভিভূত কিন্তু আবেশ, আর্শদীপ রান๊ গলানোয় ক্ষুব্ধ রোহিত
শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে মাহমুদ বলেন, ‘শনাকা কেন এমন বলেছে জানি না। শুনলাম ও বলেছে, শাকিব আর মুস্তাফিজুর ছাড়া আমাদের দলে কোনও বিশ্বমানের বোলার নেই। আমি তো শ্রীলঙ্কা দলে কোনও ♎বিশ্বমানের বোলারই দেখতে পাচ্ছি না। আমাদের তাও অন্তত দু’জন আছে। ওদের দলে শাকিব, মুস্তাফিজুরের মাপের কোনও বোলারই নেই।’
এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকার ‘সহজ প্রতিপক্ষ’ মন্তব্যের বিরুদ্ধে মেহেদি হাসান বলেছিলেন, ‘কোনও দল ভাল বা খারাপ, এমন কিছু বলতে চাইছি না। মাঠেই বোঝা যাবে কারা ভালো, কারা খারাপ। ভালো দলও তাদের খারাপ দিনে হেরে যেতে পারে। আবার দুর্বল দল ভালো খেলে জিততে পারে। মাঠে খেলা হবে। যারা ভাল খেলবে, তারাই জিতবে। আমরা কত👍টা ভালো দল, সেটা মাঠে নেমে প্রমাণ করতে চাই। আগে থেকে কিছু ধরে নেওয়ার থেকে মাঠে ভালো খেলাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: এটা কী ♚ছিল ভাই?- সূর্যের তেজকে ম🍰াথা নত করে কুর্নিশ জানালেন কোহলি
আফগানিস্তানের বিরুদ্ধে হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকেও হারিয়েছে আফগানিস্তান। প𓃲রের পর্বে ওঠার জন্য মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগেই শনাকার করা মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক চলছে। তিনি বলেছিলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান বেশ ভাল বোলার। শাকিব আল হাসান বিশ্বমানের ক্রিকেটার। ওরা দু’জন ছাড়া বাংলাদেশ দলে আর কোনও বিশ্বমানের বোলার নেই। আমাদের গ্রুপে আফগানিস্তান তুলনায় কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশ প্রতি💜পক্ষ হিসাবে সহজ।’
বৃহস্পতিবার শ্রীলঙ্কা বা বাংলাদেশে মধ্যে কোনও একটি দলকে এশিয়া কাপের ১৫তম সংস্করণ থেকে ছিটকে যেতে হবে। কারণ আফগানিস্তান এই দু'টি দলকে হারিযꦦ়েই সুপার ফোরে জায়গা পাকা করে নিয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কা-বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। যারা জিতবে তারা সুপার ফোরে উঠবে, যারা হারবে তারা ছিটকে যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।