শুভব্রত মুখার্জি: আসন্ন 🥃এশিয়া কাপের আয়োজন নিয়ে নানা টালবাহানা দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তানেই হওয়ার কথা ছিল গোটা এশিয়া কাপের। ভারত, পাকিস্তানে খেলতে আসতে না চাওয়ার ফলে অনেক আলাপ আলোচনার পরে হাইব্রিড মডেলে অর্থাৎ দুই দেশ মিলিয়ে এই এশিয়া কাপ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এমন আবহে সম্ভাব্য পিসিবি চেয়ারম্যান হতে চলা জাকা আশরাফ এই হাইব্রিড মডেলকেই মান্যতা দিতে নারাজ বলে জানিয়ে দেন। যার জবাব কড়া ভাষায় জবাব দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলও। আর এরপরেই ২৪ ঘন্টা কাটার আগেই ঢোক গไিললেন জাকা আশরাফ। নিজের দাবি থেকে একেবারে ৩৬০ ঘুরে ইউ টার্ন নিয়ে নিলেন তিনি। নিজের কথার উল্টো সুর শোনা গেল তাঁর গলাতেই।
প্রসঙ্গত এশিয়া কাপের আয়োজন হাইব্রিড মডেলে চূড়ান্ত করার পরেই পিসিবির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন নাজম শেঠি। তারপরেই পিসিবির সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে সামনে উঠে আসে জাকা আশরাফের নাম। পদে বসার আগেই হাইব্রিড মডেল না মানার হুমকি দেন তিনি। ফলে এশিয়া কাপ নিয়ে হঠাৎ জটিলতা তৈরি 🐼হয়। এরপরেই তাঁকে কড়া জবাব দেয় এসিসি। ঘরে বাইরে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে আন্দাজ করেই এরপর পিসিবির সম্ভাব্য চেয়ারম্যান জাকা আশরাফ নিজের কথা থেকে সরে এলেন। শ্রীলঙ্কায় এশিয়🐬া কাপের বেশিরভাগ ম্যাচ হবে দেখে অখুশি ছিলেন তিনি। এবার আশরাফ জানিয়েছেন, ‘এখন তো আর কিছুই করার নেই।’ উল্লেখ্য জাকার দাবি ছিল 'হাইব্রিড মডেল পাকিস্তানের জন্য লাভজনক নয়। আমি খুশি না একেবারেই। পাকিস্তান এই বারের এশিয়া কাপের আয়োজক। তারা এর থেকে আরও ভাল কোনও চুক্তি করতে পারত। পাকিস্তান মাত্র চারটে ম্যাচ আয়োজন করছে । এটা দেশের জন্য,দেশের ক্রিকেটের জন্য একদমই ভালো নয়।'
এই প্রসঙ্গে বলতে গিয়ে নি✨জের মন্তব্য পাল্টে আশরাফের বক্তব্য, ‘সিদ্ধান্ত হয়ে গেছে। ফলে আমাদের এখন এই ‘হাইব্রিড মডেল’ মেনেই এগোতে হবে। আমি আটকাবো না। এই মডেল মেনে নেওয়া ছাড়া আমার কোনও কিছু করার নেই। তবে আগামী দিনে সব সিদ্ধান্ত দেশের কথা ভেবেই নেওয়া হব🐭ে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।