অল্পের জন্য সোনা হাতছাড়া হল ভারতের। সব ঠিকঠাক থাকলে টেনিস থেকে সোনা আসতেই পারত। কিন্তু সামান্য ভুলে তা আর হল না। শুক্রবার এশিয়ান গেমসে মেনস ডাবলসের ফাইনালে ভার♓তের হয়ে জুটি বেঁধে খেলতে নামেন রামকুমার রামানাথন এবং সাকেথ মিনেনি। প্রতিপক্ষ ছিল চাইনিজ তাইপের জেসন জুং এবং ইউ হিসউ সু জুটি।
চাইনিজ তাইপের জুটি সঙ্গে লড়াই চালায় ভারতীয় জুটি। নিজেদের সেরাটা দিয়ে♕ও জিততে পারেননি রামকুমার রামানাথন এবং সকেথ জুটি। ফাইনালে হারায় রুপো নিতে হল ভারতকে। তবে এই ম্যাচে ভারত মরিয়া চেষ্টা চালায়। কিন্তু দুই গেমেই হারের মুখ দেখে তারা। আর তাতেই ম্যাচ জিতে নেয় চাইনিজ তাইপে। ম্যাচের ফলাফল ৬-৪ এবং ৬-৪। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে দুই সেটেই ভারত একই ব্যবধানে হেরেছে। ম্যাচের ফলাফলও সমান। তবে খুব বেশি ব্যবধ꧋ানে হেরেছে তা একেবারেই বলা যাবে না। অল্পের জন্য সোনা হাতছাড়া হওয়ায় আক্ষেপ এই দুই টেনিস তারকার।
একেবারে সোনার কাছে পৌঁছে 💎গিয়েও হাতছাড়া হওয়ার বেদনা যে বেশ কষ্টের, তা বলার অপেক্ষা রাখে না। ঠিক তেমনই পরিস্থিতির সৃষ্টি হয় এদিন। গোট✅া টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেও রুপো নিয়ে শান্ত থাকতে এই দুই ভারতীয়কে। তবে গোটা দেশ অপেক্ষা করেছিল, টেনিস থেকে সোনা আসতে চলেছে। কারণ গতবার এই জুটি দেশের জন্য সোনা নিয়ে আসতে পেরেছিলেন। স্বাভাবিক ভাবেই তাদের উপর প্রত্যাশার পারদও ছিল। কিন্তু সেই প্রত্যাশার পারদে জল ঢেলে দিয়ে এবার দেশের জন্য রুপো নিয়ে আসছেন তারা।
পাশাপাশি টেনিসের মিক্সড ডাবলসে রোহন বোপান্না এবং রুতুজা ভোসলে জুটি সেমিফাইনালে꧟ জায়গা🎃 করে নিয়েছে। ফলে একটি পদক নিশ্চিত করে ফেলেছেন তারা। তবে গোটা দেশ চাইছে বোপান্নার হাত থেকে একটা সোনার পদ আসুক দেশে। এখন এটাই দেখার রামকুমার এবং সকেথ জুটি সোনা আনতে ব্যর্থ হলেও বোপান্নারা তা আনতে পারেন কিনা।
অন্যদিকে শুক্রবার শুটিংয়ে একের পর এক পদক জিতছে ভারত। বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা ভারতের।🅰 ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, কুশল স্বপ্নিল এবং অখিল শিয়োরান পদক জেতেন এশিয়ান গেমসে। ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতলেন পালক গুলিয়া, এশা সিং এবং টিএস দিব্যা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।