এশিয়ান গেমসে স্কোয়াশে পদক নিশ্চিত করল ভারত। মিক্সড ডাবলসে কোরিয়ান জুট༒ি ইয়াং ইয়েওনসু এবং লি ডংজুনের বিরুদ্ধে খেলতে নামে ভারতের আনাহত সিং এবং অভয় সিং। আর সেই ম্যাচে চিনের জুটিকে হারাল ভারত। ২-১ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উঠলেন ভারতীয় এই জুটি। স্বাভাবিক ভাবেই খুশি গোটা দেশ।
যদিও এদিন বেশ হাড্ডা হাড্ডি ম্যাচ হয়। ভারতীয় এই জুটি প্রথম গেমটি ১১-৪ জিতে যায়। এগিয়ে যাওয়ায় অনেকটাই হালকা মেজাজে থাকেন তারা। যদিও চিনের জুটি মরিয়া হয়ে কামব্যাক করার চেষ্টা চালান। আর তাতে তারা সফল হয়। দ্বিতীয়টি ৮-১১ ব্যবধানে জিতে নেয় চিনের এই জুটি। কামব্যাক করায় স্বাভাবিক ভাবেই জমে ওঠে ম্যাচ। শেষ ൲রাউন্ড কার্যত দুই দলের কাছেই ফাইনাল ছিল। যে জিতবে তারাই সেমিতে চলে যাবে।
ভারতীয় এই দুই স্কোয়াশ তারকা তাই তৃতীয় গেমের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারতীয় এই জুটি। বিপক্ষকে তারা কোনও রকম সুযোগই দেয়নি। পদক জয়ের যে খিদে তাদের মধ্যে ছিল, তা পরিস্কার বোঝা যাচ্ছিল। এদিক ঠিক সেটাই ঘটল। বিপক্ষকে এবাকে ১১-১ উড়িয়ে দিলেন আনাহত সিং এবং অভয় সিং জুটি। এই ফলাফল🎃 থেকে এটা পরিস্কার হয়েছে যে, এদিন দ্বিতীয় গেমে ভারতীয় জুটি হারলেও তৃতীয় রাউন্ডে কামব্যাক কর🥃ে। তাও আবার দুর্দান্ত ভাবে। এরফলে চিনের জুটিকে হারিয়ে স্কোয়াশের মিক্সড ডাবলসের সেমিতে জায়গা করে নিলেন আনাহত এবং অভয় সিং।
সেই সঙ্গে পদক নিশ্চিত করে ফেললেন এই জুটি। সেমিতে জিততে পারলেই তারা সোনার জন্য নামবে। যদিও এই নিয়ে আপা𒉰তত ভাবতে চাইছে না এই জুটি। আপাতত তাদের লক্ষ্য সেমি ফাইনাল। এবার সেই টার্গেট নিয়🐈েই মাঠে নামতে চাইবে তারা।
তবে এদিন শুধু এই জুটি নয়, পদক নিশ্চিত করেছেন বাংলার সৌরভ ঘোষালও। পদক নিশ্চিত করলেন সৌরভ ঘোষাল। পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে তৃতীয় গেম ১১-৩ তে আধিপত্য বজায় রেখে জাপানের রিয়ুꦬনসুকে সুকুকে ৩-০ তে পরাজিত করার ജপরে নিজেকে আরও একটি এশিয়ান গেমস ২০২৩ পদক নিশ্চিত করলেন।
অন্যদিকে দীপিকা পাল্লিকাল কার্তিক-হরিন্দর পাল সিং জুটি ফিলিপিন্সের জেমিকা আরিবাডো-রবার্ট অ্যান্ড্রুকে ২-১ (৭-১১, ১১-৫, ১১-৪) পরাজিত করে মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেল। সেওই সঙ্গে পদক নিশ্চিত করে ফেলল🦄েন ভারতীয় এই জুটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।