এবার কি অবসর নিতে চলেছেন ভারতীয় স্কোয়াশ তারকা সৌরভ ঘোষাল? এমনই কি ইঙ্গিত দিলেন তিনি? ৩৭ বছর বয়সী এই মিন্টো পার্কের ছেলে এই বারের এশিয়ান গেমসে এর আগে পাকিস্তানের বিরুদ্ধে দলগত ইভেন্টে দুরন্ত পারফর্ম করে সোনা জিতেছিলেন। তাঁর সঙ্গে জিতেছিলেন অভয় সিং ও মহেশ মানগাওকররা। এই বার সিঙ্গলসে সোনা পাননি তিনি। বদলে পেয়েছিলেন ♎রুপো। এরপর কি এমন বললেন যার জন্য উঠছে অবসরের প্রশ্ন?
তিনি বলেন, 'এটি এমন একটি পদক যেটা আমি চিরকালই চেয়েছিলাম। এই পদকটি পাওয়ার জন্য আমি নিজের সবটুকু দিয়ে দিয়েছিলাম খেলায়। আমি জানিনা এরপরে আমি আরও কোন সুযোগ পাবো কিনা ভবিষ্যতে। তবে ♚এই মুহূর্তে আমার মনটা খারাপ এই পদক থেকে বঞ্চিত হওয়ায়। আমি জানিনা তবে আমার মনে হয় এটা যদি আমার শেষ এশিয়ান গেমস হয়, তাহলে আমি চিরকাল গর্বিত থাকবো এই বিষয়টার জন্য যে আমি আমার সবটুকু দিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় না এর চেয়ে বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল।'
পরবর্তী এশিয়ান গেমসে তিনি অংশগ্রহণ করবেন কিনা জিজ্ঞেস করায়, তিনি বলেন, 'এটা এই মুহূর্তে অত্যন্ত কঠি🗹ন একটা প্রশ্෴ন। এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবোনা। আমি জানিনা এটা আমার শেষ এশিয়ান গেমস হতে চলেছে কিনা। এটাও আমি জানি না যে এরপর আরও ৩-৪ বছর আমি খেলব কিনা। তবে এই সিদ্ধান্তটা আমি মনে করি ঠান্ডা মাথায় নেওয়া উচিত এই মুহূর্তে নয়।'
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, 'আমার জীবনের𝓡 নব্বই শতাংশ আমি এই খেলাকেই দিয়ে দিয়েছি। তাই এই মুহূর্তে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হবে বলে আমি মনে করিনা। ২০১৪ সালে আমি একটুর জন্যই পদকটি পাইনি। এখন আমার বয়স ৩৭। আমি বলতে পারব না এটা আমার কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল কিনা। তবে আমি এটুকুই বলব সুযোগ মানে সুযোগ আর সেটার আমি সদ্ব্যবহার করতে পারিনি।'
উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতীয় স্কোয়াশ তারকা সৌরভ ঘোষাল পরাজিত হন ১১-৯, ৯-১১, ৫-১১, ৭-১১তে ইয়াও এনজির হাতে। বলে রাখা ভালো, সৌরভ ঘোষাল এশিয়ান গেমসের ইতিহাসে ভারত✃ের সবচেয়ে সফল খেলোয়াড়। তাঁর ঝুলিতে রয়েছে তিনটি ব্যক্তিগত ব্রোঞ্জ - ২০০৬, ২০১০ এবং ২০১৮ সালে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।