বড়সড় গাড়ি দুর্ঘটনার কবলে এটিকে মোহনবাগানের এক ফুটবলার। গোয়ায় দাঁড়িয়ে থাকা এরটি ট্রাকের পিছনে ধাক্কা মারে ভারতীয় ফুটবল দলের সদস্য গ্লেন মার্টিন্সের গাড়ি। গুরুতর আহত হন তিনি। সেই গাড়িতে শুধু মাত্র গ্লেন মার্টিন্স একাই ✨ছিলেন না। তিনি ছাড়াও গাড়িতে ছিলেন মুম্বই সিটি এফসির ফুটবলার রোলিন ব্রডগেস। পুলিশ সূত্রে খবর এছাড়াও সেই গাড়িতে ছিলেন জেইসন ভাজ, ডেনিস বর্গেস এবং মাইরন বরꦛ্গেস।
জানা গিয়েছে এই গাড়িটি চালাচ্ছিলেন ডেনিস বর্গেজ। গাড়ির ভিতরে থাকা প্রত্যেকেই আহন হন। তবে প্রত্যেককে হাসপাতালে ভর্তি করতে হয়নি। পুলিশ সূত্রে খবর, গুরুতর আহত হয়েছেন জেইসন ভাജজ। তাঁকে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর গলায় এবং ঘাড়ে বেশ চোট রয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে। তবে গাড়িতে থাকা বাকি ফুটবলারদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
সেখানকার পুলিশ জানিয়েছে, 'শুক্রবার ফুটবলারদের এই গাড়িটি মাপুসা থেকে পাঞ্চির দিকে যাচ্ছিল। ডেলফিনোস মার্কেটের কাছেই এই দুর্ঘটনাটি ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে এই গাড়িট🍸ি। এরপরই স্থানীয়দের চেষ্টায় ফুটবলারদের গাড়ির বাইরে নিয়ে আসা হয়। তারপর প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
গাড়িটি যে বেশ গতিতেই ছিল, তা বোঝা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখে। সামনের অংশ ভেঙে গুড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে গোয়া পুলিশ। ফুটবলাররা মদ্যপ অবস্🉐থায় ছিলেন কিনা তাও দেখা হ💃চ্ছে। এই দুর্ঘটনার ফলে দ্বিতীয় ডিভিশন আইলিগের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন জেইসন। ইতিমধ্যেই মুম্বই সিটি এফসির সঙ্গে চুক্তি শেষ হয়েছে জেইসনের। তবে তিনি ডেম্পোর হয়ে খেলছেন এই মুহূর্তে। বৃহস্পতিবার হায়দরাবাদ এফসি জুনিয়র দলের বিরুদ্ধে দ্বিতীয় ডিভিশন আইলিগের ফাইনাল খেলতে নামবে ডেম্পো। তবে এই ম্যাচে তারা পাবে না জেইসনকে।
সূত্রের খবর এটিকে মোহনবাগানের ফুটবলার গ্ꦰলেন মার্টিন্সের মুখে চারটি সেলাই হয়েছে। তবে তিনি অনুশীলন করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ আগামী ৩ মে এএফসি কাপের ম্যাচ রয়েছে বাগানের। তার আগে এই দুর্ঘটনা স্বাভাবিক ভাবেই চাপে ফেলল মোহনবাগানকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।