বিরাট কোহলিরা শেষবার ভরা গ্যালারিতে ক্রিকেট খেলেছেন গত ফেব্রুয়ারিতে। তার পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে🦹 নামেনি টিম ইন্ডিয়া। মাঝে ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে ভারতীয় তারকারা ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামলেও খেল হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে।
সুতরাং সমর্থকদের সামনে নিজেদের মেলে ধরার সুযোগ পাননি বিরাটরা। একই কথা প্রযোজ্য অজি তারকাদের নিয়েও। তাঁদেরও দীর্ঘদিন ভরা গ্যালারিতে ক্রিকেট খেলার অবকাশ হয়নি। অবশেষে অনুরাগীদের সামনে ক্রিকেট খেলার সুযোগ পেলন দু'দলের ক্রিকেটাররা। যদিও ভরা গ্যালারির সাম👍নে ক্রিকেট খেলা এখনই সম্ভব নয়। করোনা বিধির জন্য আংশিক গ্যালারি ভরার অনুমতি মিললেও ফুল হাউস স্টেডিয়ামের ছবি এখনই দেখতে পাওয়া যাবে না নিশ্চিত।
সেই অর্থে আন্তর্জাতജিক ক্রিকেটে শেষমেশ দেখা মিলল দর্শকের। এর আগে ইংল্যান্ড নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেট খেলেছে রুদ্ধদ্বার স্ট🦄েডিয়ামে। পাকিস্তান জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলেছে খালি গ্যালারিতে।
ভারত-অস্ট্রেলিয়া দ্বি-পাক্ষিক সিরিজে মাঠে দর্শক ফেরাতে শুরু থেকেই তত্পর ছি🅺ল ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ান ডে ও টি-২০ সিরিজের পর ইতিমধ্𝐆যেই টেস্ট সিরিজেও গ্যালারিতে আংশিক দর্শক সমাগমের অনুমতি পেয়েছে অজি ক্রিকেট বোর্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।